অবশেষে শিলিগুড়িতে আসল রাম মন্দিরের স্মৃতি
শিলিগুড়ি : আগামী বাইশে জানুয়ারী অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। তার আগেই শিলিগুড়িতে এসে পৌছালো রাম মন্দিরের চিহ্ন। আজ শিলিগুড়িতে বিজেপী নেতা নান্টু পাল নিজের অফিসে এনে রাখলেন রাম মন্দিরের চিহ্ন বিজরিত তুলসী চারা। তিনি আজকে জানালেন আগামী বাইশে জানুয়ারী ভারতবর্ষের ইতিহাসে এক স্মরনীয় দিন হয়ে থাকবে। যা এতদিন ভারতে হয় নি, তা ভারতীয় জনতা পার্টির হাত দিয়ে তৈরী হচ্ছে।
এই দিন ভারতবর্ষে এর আগেও এসেছিল কিনা কেউ জানেন নি। রাম মন্দিরের এই চিহ্ন (তুলসী চারা সমেত) শিলিগুড়ির বিভিন্ন মন্দিরে পাঠিয়ে দেওয়া হয়েছে। নান্টু পাল জানান শিলিগুড়ির মানুষ প্রচণ্ডভাবে উৎসাহীত এই মন্দির নির্মান করা নিয়ে। সবাই খুশী এই রাম মন্দিরের নির্মানের জন্য। শিলিগুড়ির মানুষ রামকে ভালোবাসেন এবং ভালো চোখে দেখেন তাই আমরা সবার কাছে এই মন্দিরের চিহ্ন পৌছে দিতে চেষ্টা করছি। নান্টু পাল জানালেন ভারতবর্ষের ইতিহাসে এই দিনটি সোনার অক্ষরে লেখা থাকবে। নিজের অফিসেও এই তুলসী চারা রেখে দেন নান্টু পাল। তিনি জানান যেকোন জায়গাতে তুলসী চারা রাখা প্রচণ্ডভাবে উপকারী। তাই আমাদের অনুরোধ থাকবে সবার কাছে বাড়িতে অন্তত একটা তুলসী চারা লাগান।