আরো খেলোয়াড় উঠে আসুক শিলিগুড়ির মাটি থেকে, এমনটাই চান শিলিগুড়ির গর্ব বিদ্যুৎ বসাক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির গর্ব বিদ্যুৎ বসাক শিলিগুড়ির নীলনলিনী হাই ইষ্কুলের প্রাক্তন শিক্ষক। একসময় যার সারা ভারত জুড়ে নাম ছিল এক অসাধারন ক্রীড়াবিদ হিসাবে, যিনি এখনো নিজেকে তৈরী রেখেছেন খেলার জন্য। জানালেন খেলাধুলা আমার কাছে ধর্মের মতন। অনেকটা ঠিক স্বামীজীর মতন গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা শরীরের জন্য উপকারী। তিনি জানালেন গত তিন দশক ধরে আমি অনেক খেলোয়াড় তৈরী করে আসছি যারা বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করে এসেছে। বিদ্যুৎ বাবু জানান সারা পৃথিবীতে ঘুরে এসেছি আমি আমি দেখেছি ইয়োরোপের মানুষ কিভাবে খেলাধুলোয় নিজেদের মান উন্নত করেছে। আমি স্পেনে গেছি বার্সিলোনাতে গিয়ে দেখেছি কি পরিমান পরিশ্রম করছে খেলোয়ারেরা। আমাদের দেশে এতকিছু আছে আমরা যদি সেই সবকিছু কাজে লাগাতাম তবে আমাদের দেশ বিশ্বের দরবারে ভারতের মান উজ্জ্বল করত। আমাদের দুর্ভাগ্য আমরা সেই জায়গায় পৌছাতে পারি নি।তিনি আরো জানালেন আমিও চেষ্টা করেছিলাম পারি নি।তিনি আরো জানালেন শিলিগুড়িতে অনেক ভালো ভালো খেলোয়াড় আছেন। কিন্তুু দরকার টাকা, কে দেবে? আমি নিজে অনেক সাহায্য করেছি দুস্থ খেলোয়াড় দের জন্য। আমার দুর্ভাগ্য পারি নি। কিন্তুু আমি চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক কিছু করতে পারি কি না, জানালেন বিদ্যুৎ বসাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *