অবশেষে সাফল্য বাংলা পক্ষের আন্দোলনে, ডোমিসাইল নীতি চালু সিএবিতে
বেস্ট কলকাতা নিউজ : ডোমিসাইল নীতি চালু করতে হবে বাংলার ক্রিকেটে, বাংলা পক্ষ ব্যাপক সাফল্য পেল এই দাবি নিয়ে আন্দোলন করে। সিএবি ডোমিসাইল নিয়ম কার্যকর করল সরকারি ভাবেও। ১০ ই মার্চ সিদ্ধান্ত হয়েছিল।
বাংলা পক্ষ এই বিষয়ে আন্দোলন শুরু করে মূলত ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে, বাংলা ক্রীড়া পক্ষর নেতৃত্বে বাংলা পক্ষ সিএবি অভিযান করে ২৭ শে ফেব্রুয়ারী । এরপর ১০ ই মার্চ সিএবি ডোমিসাইল চালুর সিদ্ধান্ত নেয়। তারপর এই নীতি কার্যকর করার দাবিতে বাংলা পক্ষ পুনরায় সিএবি অভিযান করে ৩ রা এপ্রিল । আজ সিএবি কার্যকর করা শুরু করল ডোমিসাইল নিয়ম। বাংলা পক্ষ জানিয়েছে, ‘এই জয় বাংলা ও বাঙালির। সিএবির কর্তাদের ধন্যবাদ। এই জয়ের ফলে তাদের স্বপ্ন পূরণ অনেক সহজ হবে বাংলার যে সমস্ত ছেলেমেয়েরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে। এতে দারুণ উপকৃত হবে বাংলার ক্রীড়াপ্রেমীরাও।’
প্রসঙ্গত, সিএবির বিরুদ্ধে নানা অভিযোগ উঠছিল ডোমিসাইল নীতি নিয়ে। এই স্বচ্ছভাবমূর্তি ধরে রাখতে সিএবি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা এবার কড়া হয়েছে ক্রিকেটারদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে।