অবশেষে স্থায়ী উপাচার্য নিয়োগ হতে চলেছে বিশ্বভারতীতে, দায়িত্ব সামলাবেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী প্রবীর ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে অবসান হল এক দীর্ঘ প্রতীক্ষার। প্রায় ১৫ মাস পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ হলেন ড. প্রবীর কুমার ঘোষ। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রবীর ঘোষ ছত্তিশগড়ের রায়পুরে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র (ICAR)–এর অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটিক স্ট্রেস ম্যানেজমেন্ট এর প্রাক্তন ডিরেক্টর এবং উপাচার্য ছিলেন। বিশ্বভারতীর সংবিধানের ৩(৬) ধারা অনুযায়ী তাঁকে পাঁচ বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ড. ঘোষ বিশ্বভারতীরই প্রাক্তনী।

উল্লেখ্য , এর আগে, ২০১৮ সালে বিশ্বভারতীর উপাচার্য হয়েছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। ২০২৩ সালের নভেম্বর মাসে তাঁর মেয়াদ শেষ হয়। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ে আর কোনও স্থায়ী উপাচার্য ছিলেন না। প্রথমে অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব সামলান সঞ্জয়কুমার মল্লিক, পরে সেই দায়িত্ব নেন বিনয়কুমার সোরেন। দীর্ঘদিন ধরে বিশ্বভারতীতে স্থায়ী নেতৃত্বের অভাব নিয়ে চর্চা চলছিল। অবশেষে প্রবীর কুমার ঘোষের নিয়োগে সেই অধ্যায়ের ইতি ঘটল। এদিকে বিশ্বভারতীর নবনিযুক্ত উপাচার্যকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই আশা করছেন, তাঁর নেতৃত্বে বিশ্বভারতী নতুন দিশা খুঁজে পাবে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান তার সাংস্কৃতিক ও শিক্ষাগত ঐতিহ্যকে আরও মজবুত করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *