অবৈধ ইটভাঁটার রমরমা সমগ্র পুরুলিয়া জুড়েই
বেস্ট কলকাতা নিউজ : আদালতের কড়া নির্দেশে অবৈধ ইটভাঁটা একেবারে নিষিদ্ধ রয়েছে সমগ্র পুরুলিয়া জেলাজুড়েই৷ সারা জেলায় প্রায় 4 হাজার ইটভাঁটা অবৈধ ভাবে চলছে এক রকম রমরমিয়ে৷ ঝাড়খন্ড থেকে অবৈধভাবে ট্রাকভর্তি কয়লা ঢুকছে বোকারো, চন্দনকিয়ারিতে৷ এছাড়া প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে বালি তোলা হচ্ছে কংসাবতী নদীর চর থেকে৷ একের পর এক বড় বড় ইটভাঁটা গজিয়ে উঠছে কৃষিজমিকে ধ্বংস করেই ৷পুরুলিয়া জেলা প্রশাসনের কোনওরকম ভ্রুক্ষেপ নেই গজিয়ে ওঠা বেআইনি ইটভাঁটা নিয়ে৷ আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে বেআইনি ব্যবসা চলছে একরকম রমরমিয়েই ৷ এ বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুপ্রিয় দাস বলেন, “ইটভাঁটার ধোঁয়ায় সবথেকে বেশি দূষণ হয় পরিবেশের৷ ক্ষতিকারক ধোঁয়ার কারণে আদালত নির্দেশ দিয়েছিল ইটভাঁটা বন্ধ করার জন্যও৷ আদালতের নির্দেশিকা মেনেশুধুমাত্র জিকজ্যাক মডেলের ইটভাঁটাই বৈধ পুরুলিয়ায় ৷”
জিকজ্যাক মডেলের ভাঁটা ছাড়া খুব সম্প্রতি ভাঁটা বন্ধের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছিল জেলার সব ভাঁটার মালিককেই ৷ অথচ পুরুলিয়া 1 নম্বর ব্লকের নদীয়াড়া, লাগদা, বেলকুড়ি, শিবডি, চাকদা, পুরুলিয়া 2 নম্বর ব্লকের চরগালি, খুদিবাঁধসহ একাধিক এলাকায় একবারে রাস্তার ধারে রয়েছে ইট ভাঁটা ৷ সেখানকার ম্যানেজার এবং শ্রমিকরা জানিয়েছে, এখানে আসেন না পুলিশ প্রশাসন এর কেউ৷ মাঝে মাঝে এলেও তারা চিঠি দিয়ে যায় ভাঁটা বন্ধের৷