অভিষেক কী জানিয়েছেন ৫০০০ পাতার নথিতে ? ED,কী জানাল আদালতে , জেনে নিন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গত মাসেই কেন্দ্রীয় সংস্থা ইডি-র দফতরে ৫ হাজার পাতার নথি জমা করছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সব পড়ে তারপর প্রয়োজন হলে ইডি তাঁকে আবার ডাকবে, ইডি দফতর থেকে বেরিয়ে এ কথাই জানিয়েছিলেন অভিষেক। ৯ নভেম্বর সেই নথি জমা পড়ার পর এক মাস কেটে গিয়েছে। কী পেল কেন্দ্রীয় সংস্থা? কতটাই বা এগোল তদন্ত? লিপস অ্যান্ড বাউন্ডস সংক্রান্ত মামলায় আরও একবার এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল ইডি-কে। বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুললেন, কিছু যদি নাই থাকে, তাহলে এত নথি এল কোথা থেকে? তবে ইডি যে এখনও সে সব নথি পড়ে শেষ করতে পারেনি, সে কথা জানিয়ে দিয়েছে আদালতে।

মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি সিনহা প্রশ্ন করেন, “এত ডকুমেন্ট এল কীভাবে? কিছু না থাকলে এত ডকুমেন্ট আসে কি? সেগুলি খতিয়ে দেখেছেন?” এত টাকার উৎসই বা কি, সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি। কেন্দ্রীয় সংস্থার উদ্দেশে বিচারপতি আরও বলেন, “সব সম্পত্তি ২০১৪-র পরে হল কীভাবে? এত অল্প সময়ে কীভাবে বাড়ল সম্পত্তি? আবার নিয়োগ দুর্নীতিও একই সময়ে ঘটেছে।” এর মধ্যে কোনও যোগসূত্র আছে কি না, সেটাও খতিয়ে দেখার কথা বললেন বিচারপতি অমৃতা সিনহা।

ইডি-র তরফে এদিন জানানো হয়েছে, তারা খতিয়ে দেখেছে সব নথি। কেন্দ্রীয় সংস্থার দাবি, নথিতে সাংসদ জানিয়েছেন, ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ কিসের কোম্পানি, সেটি কী উৎপন্ন করে। ইডি-র দাবি, তাদের কাছে অনেক তথ্য আছে, যা তারা মুখবন্ধ খামে জমা দিতে চায় আদালতে।

ইডি আদালতে জানিয়েছে, পাঁচ হাজার পাতার নথি জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৪ ডিসেম্বর রিপোর্ট জমা দেবে ইডি। সিবিআই রিপোর্ট দেবে আগামী ২০ ডিসেম্বর। এর আগেই এই একই মামলায় বিচারপতির কড়া প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইডি-কে। ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার সঙ্গে জড়িত প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল আদালত। পরে নথি জমা দেন অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *