করোনার থাবা কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও , কাজ বন্ধ রাখা হলো সংক্রমণের দাপটে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে এ রাজ্যে। এবার করোনা হানা দিলো ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও। আরও জানা গেছে করোনা পজিটিভের সংখ্যা ২০-র ও বেশি মেট্রো কর্মীদের মধ্যে। কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ সম্পূর্ণ ভাবে বন্ধ রাখা হল মারণ ভাইরাসের এই প্রকোপ এর জেরেই। লকডাউন এর মেয়াদ কাটিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গের কাজ ফের শুরু করা হয়েছিল গত ১৯ জুন থেকে। তবে ফের তা বন্ধ হয়ে গেল কোভিডের হানায়।

ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশের নির্মাণের দায়িত্বে থাকা আন্তর্জাতিক নির্মাণ সংস্থা আইটিডি-আইটিডি সেম-এর আরও দাবি, করোনার উপদ্রবের প্রাথমিক ধাক্কা কাটিয়ে নতুন করে ফের পাতালে কাজ শুরু হলে সব বিধি-নিষেধই মানা হচ্ছিল সরকারি নির্দেশমতো। কাজ শুরু হবে পাতালে বিভিন্ন বিভাগে কর্মরত ১৫০ জনের কোভিড রিপোর্ট নেগেটিভ হলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *