অশোকনগরে সাইকেল চালিয়ে এক অভিনভ বিক্ষোভ পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে
বেস্ট কলকাতা নিউজ : মূলত হু হু করে বাড়ছে পেট্রোল ডিজেলের মূল্য। মূলত পেট্রোলের দাম নয় বার বেড়েছে গত দশ দিনের মধ্যে । আর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচিও পালন করছে রাজ্যের বিভিন্ন জায়গায় ।মূলত গতকাল বৃহস্পতিবার অশোক নগর কল্যাণগড় পৌরসভার উপ-পৌর প্রধান ধীমান রায় সাইকেল চালিয়ে পৌরসভায় যান পেট্রোপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সামিল হয়ে। অশোক নগরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এমনকি তিনি এদিন সাইকেল চালিয়ে গলায় প্রতিবাদী প্ল্যাকার্ড ঝুলিয়ে কর্মী সমর্থকদের নিয়ে পৌরসভায় পৌঁছন ।
ধীমান বাবু আরও জানান ‘যেভাবে পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, রান্নার গ্যাসের দাম দিন দিন বেড়ে চলেছে তাতে ভীষণ কষ্টসাধ্য হয়ে পড়ছে সাধারণ মানুষের জীবন যাপন। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার । আমাদের দাবি অবিলম্বে কমানো হোক পেট্রোল,ডিজেল, কেরোসিন,রান্নার গ্যাস সহ অত্যাবশ্যক জিনিসের দাম , যাতে করে খেয়ে পড়ে বেচে থাকতে পারে সাধারণ মানুষ। তিনি আরও জানান আজকের এই প্রতিবাদ একটি টোকেন মাত্র। এই মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ না হলে তিনি হুঁশিয়ারি দেন আগামী দিনে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও।