আইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে জেলা জুড়ে রমরমিয়ে চলছে অবৈধ মদ এর কারবার
পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর : বর্তমান যুগে মদ পান করা ছাড়া হাল ফ্যাশন যেন আর চলেই না।এর একটাই কারণ আধুনিক যুব সমাজের একটা বৃহৎ অংশের কাছে মদ পান করা একটা স্টাইল বা ট্রেড মার্ক।না কোন গল্প বা কবিতার লাইন নয়।দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদ পুর ও গঙ্গারামপুরে দিনে দুপুরে রাস্তার দু পাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হোটেল ও দোকান গুলিতে আইন কে কার্যত এক রকম বুড়ো আঙ্গুল দেখিয়ে রম রম করে চলছে অবৈধ মদ এর কারবার।অথচ কোনো রকম লাইসেন্স নেই এই সমস্ত দোকান গুলির। জন সম্মক্ষেই দেদার বিক্রি হচ্ছে মদ।সূত্র মারফত জানা গেছে থানা ও আবগারি দপ্তরের বাবুদের মাসিক কিছু টাকা দিলেই মেলে মদ বিক্রি করার টেন্ডার।আবার থানার পুলিশ কর্মীদের সন্তুষ্ট করতে এই সব হোটেল মালিকরা নামি দামি বিলাতি মদ খাওয়ান।মাঝে মাঝে নিয়ম মাফিক হোটেল ও দোকান গুলিতে লোক দেখানো অভিযান চলে ঠিকই, কিন্তু কিছুদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও চিত্র তা আবার যে কে সেই।যার কোনো পরিবর্তন হয় না।