আগামী ৬ তারিখ রামনবমী সব জায়গার মতো শিলিগুড়িতেও চলছে তার জোর প্রস্তুতি
শিলিগুড়ি : আগামী ৬ তারিখ রামনবমী অন্যান্য জায়গার মতো শিলিগুড়িতেও চলছে তার প্রস্তুতি। শিলিগুড়ি বিভিন্ন এলাকা জুড়ে রামনবমীর পতাকা লাগানো শুরু হয়ে গেছে। অন্যদিকে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে রামনবমীর দিন সমস্ত মদের দোকান বন্ধ রাখার জন্য আবেদন করা হয়েছে। শুধু আবেদন বললে ভুল হবে নির্দেশ দেওয়া হয়েছে। তাই পূর্ব প্রস্তুতি হিসাবে প্রশাসন আগের থেকেই নিরাপত্তা ব্যবস্থা আটোসাটো করে তুলতে চাইছে।

এদিকে রামনবমীর দিন যাকে সারা শিলিগুড়ি শহর জুড়ে কোনভাবেই কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয় তার জন্য শিলিগুড়ি পুরসভার তরফ থেকে আলাদা করে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভগবান রামচন্দ্র যে শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পত্তি নয় সেটা বুঝিয়ে দিতে শিলিগুড়িতে অন্যান্য দলগুলিও রামনবমীর শোভাযাত্রা করবার প্রস্তুতি নিচ্ছে। ওদিন শিলিগুড়ি সমস্ত মাংসের দোকানগুলি যাতে কোনরকম কোনভাবেই অপ্রীতিকর সমস্যার মধ্য না পড়ে সেটাও দেখবার জন্য প্রশাসনের তরফ থেকে আলাদা আলাদা ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমনকি আগামী ৬ তারিখ রামনবমীর আগে যাতে কেউ কোন ভাবে কোথাও ধর্মীয় ভাবাবেগ এর কারণে অশান্তি তৈরি করতে না পারে সেটাও দেখছে প্রশাসন। রামনবমীর জন্য শিলিগুড়ি বিভিন্ন প্রান্তজুড়ে পতাকা লাগানোর প্রস্তুতি প্রায় শেষের পথে। কিছু স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে তারা ঐ দিনটিতে দুস্থদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করতে চায়। আপাতত সেদিকে লক্ষ্য রেখেই বিভিন্নভাবে শিলিগুড়িতে প্রস্তুতি নেওয়া হচ্ছে রামনবমীর। রামনবমীর শোভাযাত্রা যখন বের হবে তার আগে এবং পরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।