আগুন সরস্বতী পুজোর বাজারে,এমনকি বাড়ল সবজির দামও
বেস্ট কলকাতা নিউজ : সরস্বতী-বন্দনায় কাঁটা হয়ে দাঁড়ালো অগ্নিমূল্য বাজার। এমনিতেই সকলের পকেটে টান করোনা পরিস্থিতে। তার ওপর আগুন দাম মধ্যবিত্ত ক্রেতাকে চোখ রাঙাচ্ছে বাগদেবীর আরাধনায়। ফল থেকে সবজি চড়া দাম সবকিছুরই। বিশেষ করে ক্রেতাদের মাথায় হাত পড়ছে আঙুর, আপেল, বেগুন ,কপির দাম দেখে।
হাতিবাগান বাজারের প্রতি কেজি ফলের দাম খানিকটা এরকম–
আঙুর- ১২০ টাকা কেজি
কুল- ৮০টাকা কেজি
শসা- ৫০ টাকা কেজি
শাঁকালু- ৫০ টাকা কেজি
পেয়ারা-১৫০ টাকা কেজি
কমলালেবু- ১৮ টাকা পিস
আপেল- ১২০ টাকা কেজি
মানিকতলা বাজারের এক ক্রেতা জানান, বাজারের শাক-সবজি থেকে শুরু করে ফল দাম বেশি সবকিছুরই । আগামী দুদিনের থেকে অনেকটাই বেশি। পুজো উপলক্ষে দাম বাড়ে। কিন্তু যেন অনেকটাই আকাশছোঁয়া এবারে দাম।মানিকতলা বাজারের এক বিক্রেতা জানান, দাম একটু বেশি থাকে পুজোর সময়। কারণ তাঁদেরকেও চড়া দামে কিনতে হচ্ছে পাইকারি বাজার থেকে। যার ফলে বাজারদর বেশি।
অন্যদিকে মানিকতলা বাজারে ফল ও সবজির দাম কত? জেনে নেওয়া যাক–
নারকেল কুল – ৬০ টাকা কিলো
শাঁকালু – ৫০ টাকা কিলো
পুজোর ঘটের ডাব- ২৫ টাকা
ছোট পিস আখ – ৫ টাকা
বিনস- ৫০ টাকা কিলো
গাজর- ৩০ টাকা কিলো
কড়াইশুঁটি – ৫০ টাকা কিলো
সিম -৪০ টাকা কিলো
বাঁধাকপি – ২৫ টাকা পিস
টমেটো- ৩০ টাকা কিলো
বেগুন- ৬০টাকা কিলো
ধনেপাতা-৮০ টাকা কিলো