আচমকাই একটা চরম ভয়ঙ্কর শব্দ! আস্ত একটা সেতু ভেঙে পড়লো হুড়মুড় করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হঠাৎ বিকট শব্দ! ভেঙে গেল সেতু! ঘটনাটি কোচবিহারের শীতলকুচির কাচারী ঘাট এলাকার। সোমবার বিকেলে হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয় মানুষজনেরা ছুটে আসতেই দেখতে পান সেতুতে একটি পাথর বোঝাই ডাম্পার দাঁড়িয়ে রয়েছে সেতুর মাঝখানে। আর সেই সঙ্গে ভেঙে গিয়ে সেতুটি বসে গিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যও ছড়ায় সমগ্র এলাকায়।

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার থেকে পাঁচ বছর ধরে বেহাল অবস্থায় ছিল সেতুটি। প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। আজ হঠাৎ করে ভেঙে যায় সেতুটি। শীতলকুচির ভাঐরথানা, ছোট শালবাড়ী, আকড়াহাটের সঙ্গে শীতলকুচি‌,গোসাইরহাটের যোগাযোগ রাখতে এই সেতু একমাত্র ভরসা। তাই দৈনিক কয়েকশো গাড়ি এবং কয়েক হাজার লোক যাতায়াত করেন এই সেতু দিয়ে। একটি পাথর বোঝাই ডাম্পার ভাঐরথানার দিকে যাচ্ছিল। সেটি বুড়া ধরলা নদীর সেতুর ওপর উঠতেই ভেঙে যায় সেতুটি। এরপর ওই ডাম্পারটি আটকে যায় সেতুর উপরে। কোনও হতাহতের খবর নেই। তবে রাত পর্যন্ত ডাম্পারটিকে উদ্ধার করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *