‘আজাদ হিন্দ বাহিনীর ইতিহাস প্রকাশিত হোক’ বই আকারে, দিল্লি হাইকোর্টে শুনানি হল সুখেন্দুর দায়ের করা মামলার
বেস্ট কলকাতা নিউজ : ‘আজাদ হিন্দ বাহিনীর ইতিহাস’ বই আকারে প্রকাশ করার আবেদন জানিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের। দিল্লি হাইকোর্টে সোমবার ছিল সেই মামলারই শুনানি। ঐতিহাসিক প্রতুল গুপ্তের তত্ত্বাবধানে লেখা হয়েছিল ওই ‘আজাদ হিন্দ বাহিনীর ইতিহাস’। প্রতিরক্ষা দফতরের ইতিহাস বিভাগ সেটি রচনা করে। তবে তা রয়ে যায় পাণ্ডুলিপি আকারেই। বই আকারে প্রকাশিত হয়নি আজও ।
উল্লেখ্য, ২০১৮ সালে ওই পাণ্ডুলিপি বই আকারে প্রকাশের আবেদন জানিয়ে সুখেন্দুশেখর রায় দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। সেই সময় হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে ওই মামলার শুনানিও হয়েছিল। তবে মামলা আর এগোয়নি তিনি বদলি হওয়ার পর । পাঁচ বছর পর সোমবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মার এজলাসে মামলাটির শুনানি হয়।
আইনজীবী সৌম্য চক্রবর্তী এদিন সওয়াল করেন সুখেন্দুশেখরের তরফে। তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকার চরম উদাসীন ওই বই প্রকাশের বিষয়ে। অবিলম্বে বইটি প্রকাশের জন্য প্রয়োজনীয় আদেশ দেওয়ার আবেদনও জানানো হয়েছে। যদিও আদালতে কেন্দ্রীয় সরকারের কৌঁসুলির পাল্টা দাবি, বই প্রকাশে প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রকের আপত্তি নেই।
আরও জানা যায়, ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর বই প্রকাশের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন তথ্য কমিশনার। তবে ওই নির্দেশের বিরুদ্ধে তৎকালীন কেন্দ্রীয় সরকার দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন। কমিশনারের নির্দেশই অবশ্য বহাল রেখেছিল হাইকোর্ট। তা নিয়ে তৎকালীন কংগ্রেস সরকার আবেদন করেছিল ডিভিশন বেঞ্চে। এমনকি আজও নিষ্পত্তি হয়নি সেই মামলার।