শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে পালিত হল ৭৫ তম প্রজাতন্ত্র দিবস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : আজকে ভারতবর্ষের অন্যান্য জায়গার মতন শিলিগুড়িতেও পালিত হল ভারতবর্ষের ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন।আজ শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ডে জাতীয় পতাকা উত্তোলন করলেন ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত। উপস্থিত ছিলেন ওয়ার্ড সম্পাদক বিশ্বময় ঘোষ এবং সভাপতি কমল কুমার কর্মকার।

আজ শ্রাবনী দত্ত জানান আমি গর্বিত আমি একজন ভারতবাসী। আজকের দিনটি আমাদের কাছে এক আলাদা দিন। সারা বিশ্বের কাছে ভারতবর্ষ পরিচিত। তাই এই দেশের প্রতি আমাদের একটা আলাদা দায়িত্ব এবং কর্তব্য আছে। আমি নিজে ভারতবাসী হিসাবে যেমন গর্বিত তেমনি এই দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি আমাদের একটা আলাদা দায়িত্ব এবং কর্তব্য আছে। আমি খুব ভাগ্যবান আমি ছোট হলেও মানুষের সেবা করবার জন্য একটা আলাদা দায়িত্ব পেয়েছি। সামান্য হলেও সেটা আমার কাছে প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। আজকের প্রজাতন্ত্র দিবসের দিনে আমার একটাই ইচ্ছে যেন আমি কিছু করতে পারি।এদিন উপস্থিত ছিলেন ওয়ার্ডের ছোট ছোট ছেলেমেয়েরা উপস্থিত ছিলেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে।উপস্থিত সকলে একসাথে সমবেত জাতীয় সঙ্গীত করে অনুষ্ঠানের সমাপ্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *