আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লির কৃষক নেতা রাকেশ টিকায়েতের বৈঠক ,তুঙ্গে জোর জল্পনা
বেস্ট কলকাতা নিউজ : দিল্লির কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকায়েত আজ, বুধবার নবান্নে এক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ কৃষক আন্দোলনের তিন প্রতিনিধি দল দিল্লি থেকে কলকাতায় এসেছেন মঙ্গলবার সন্ধ্যায়। ওই প্রতিনিধি দলে দুই কৃষক নেতা অনুজ সিং ও যদুবীর সিং রয়েছেন রাকেশ টিকায়েত ছাড়াও। তাঁরাও দেখা করবেন এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সমর্থন করেছিলেন দিল্লির কৃষক আন্দোলনকে ।এমনকি কৃষক আন্দোলনের নেতা রাকেশ টিকায়েতও তৃণমূলকে সমর্থন করেছিলেন এ রাজ্যে বিধানসভা নির্বাচনে। পাঞ্জাবের কৃষকনেতা রাকেশ টিকায়েত পশ্চিমবঙ্গে জোড়া কৃষক মহা পঞ্চায়েতের আয়োজনও করেছিলেন এমনকি ভোটের মুখে। তিনি জোড়া সভা করেন কলকাতা এবং নন্দীগ্রামে। সমাজকর্মী মেধা পাটেকর ও অন্য অনেকে সে সময় রাকেশের সঙ্গে ছিলেন। তিনি ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশ এক সমাবেশে এও বলেছিলেন, আর যাকেই ভোট দিন বিজেপিকে দেবেন না। বিজেপি চরম কৃষকবিরোধী এবং প্রাইভেট কোম্পানি দ্বারা চালিত দল। এর পর নন্দীগ্রামে যান কৃষক নেতারা। সেখানেও কমবেশি তাঁরা একই কথা বলেন।
মূলত, মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ -এর বিধানসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন। রাজ্যে নতুন সরকার গঠনের পর কৃষক আন্দোলনের নেতৃত্ব আজই সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। আরও জানা গিয়েছে, তৃণমূলের কৃষক সংগঠনের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু এদিন দুপুরে নবান্নে আসবেন ওই কৃষক নেতাদের সঙ্গে নিয়েই। রাকেশ টিকায়েত আরও বলেন, ‘ আলোচনা করব বাংলার কৃষক, আদিবাসী মানুষদের বিষয়ে। বাংলায় কৃষকদের জন্য কীভাবে আরও ভালো নীতি প্রণয়ন করা যায় কথা হবে সেই নিয়েও। সর্বভারতীয় ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছেন মোদী বিরোধীতার প্রধান মুখ। তাঁর গুরুত্ব বহুগুণ বেড়েছে এমনকি জাতীয় রাজনীতিতেও। এই সময় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তাঁর সঙ্গে দিল্লির কৃষক আন্দোলনকারীদের এই সাক্ষাৎকে৷