নয়া দিল্লি বায়ুদূষণে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বের দূষিত শহর গুলোর মধ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গত বছরের চেয়ে এ বছর কিছুটা ভালো হয়েছে দিল্লির বাতাসের গুণাগুণ। দিল্লি দ্বিতীয় স্থানে অবস্থান করছে বায়ুদূষণে বিশ্বে শীর্ষ শহরগুলোর মধ্যে। এ তথ্য জানা গেছে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিশ্বের বিভিন্ন শহরে বাতাসের গুণাগুণ নির্দেশক সূচক ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্সের প্রতিবেদন থেকে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের লাহোর শহর বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে ৪৭৮ পয়েন্ট পেয়ে। দ্বিতীয় স্থানে রয়েছেন এমনকি আমাদের রাজধানী শহর নয়াদিল্লি। শহরটির প্রাপ্ত পয়েন্ট ৩৫৪। আর ১৯১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে বসনিয়া হার্জিগোভিনার রাজধানী সারায়েভো। চতুর্থ স্থানে রয়েছে ঢাকা, ইউএস এয়ার কোয়ালিটির সূচকে রয়েছে ১৮৫ পয়েন্ট।

সূচকে যেসব শহরের পয়েন্ট ১ থেকে ১০০-এর মধ্যে, সেগুলোর বায়ু ‘স্বাস্থ্যকর’। প্রাপ্ত পয়েন্ট ১০১ থেকে ২০০-এর মধ্যে হলে সেসব শহরের বায়ু ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পয়েন্টের শহরগুলোর বায়ু ‘দূষিত’ এবং এদিকে ইউএস এয়ার কোয়ালিটি ইনডেক্স ‘বিপজ্জনক’ আখ্যা দিয়েছে ৩০১ বা তার চেয়ে বেশি পয়েন্টের শহরের বায়ুকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *