আজ রাজ্যজুড়ে কোভ্যাকসিন, কলকাতায় টিকাকরণ হতে চলেছে পুলিশ ও পৌরকর্মীদেরও
বেস্ট কলকাতা নিউজ : আজ থেকে করোনার টিকা দেওয়া হবে কলকাতা পুলিশ এবং কলকাতা পৌরনিগমের কর্মীদের ।অন্যদিকে, এদিনই থেকেই কোভ্যাকসিন দেওয়ার কাজও শুরু হচ্ছে রাজ্যজুড়ে, এমনই জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।মূলত দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হয়েছে গত ১৬ জানুয়ারি থেকেই। করোনার টিকা হিসাবে দেশের কোথাও যেমন কোভিশিল্ড দেওয়া হচ্ছে, তেমনই কোথাও আবার দেওয়া হচ্ছে কোভ্যাকসিন। রাজ্যে প্রথমে কোভিশিল্ড আসে এমনকি আপৎকালীন পরিস্থিতিতে দেশজুড়ে শুরু হওয়া করোনা টিকাকরণে। এ রাজ্যে কোভিশিল্ড দেওয়া শুরু হয় গত ১৬ জানুয়ারি থেকে। রাজ্যে তার পরে আসে কোভ্যাকসিন। ফলে, গত ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে কোভ্যাকসিন দেওয়ার কাজও।
প্রথম দফায় কোভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয় কলকাতার তিনটি সেন্টারে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আজ থেকে কোভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন টিকাকরণ কেন্দ্রে। যে কেন্দ্রগুলিতে এখনও কোভিশিল্ড দেওয়া হচ্ছে, আপাতত সেই কেন্দ্রগুলিতে দেওয়া হবে কোভিশিল্ডই। নতুন কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে কোভ্যাকসিন দেওয়ার জন্য। তবে, সেক্ষেত্রে পৃথকভাবে কোভিশিল্ড এবং কোভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে মেডিকেল কলেজগুলিতে করোনা টিকাকরণ কেন্দ্রে। এবিষয়ে পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিক অসীম দাস মালাকার বলেন, “টিকাকরণের জন্য রাজ্যে যতগুলি কেন্দ্র চালু করা হবে, তার ২৫ শতাংশ সেন্টারে নেওয়া হয়েছে কোভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা।”