আজ রাজ্যে ঢুকছে দ্বিতীয় দফায় কোরোনার প্রতিষেধক
বেস্ট কলকাতা নিউজ : ৮দিনের মাথায় আজ ফের রাজ্যে আসতে চলেছে কোরোনার প্রতিষেধক। এটা আসছে দ্বিতীয় দফায় কোরোনা প্রতিষেধক। প্রথম দফার তুলনায় রাজ্য বেশি পরিমাণে কোরোনার প্রতিষেধক আসছে দ্বিতীয় দফায়। রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই জানান হয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার কোরোনার দুটি প্রতিষেধক কোভিশিল্ড ও কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহারের ক্ষেত্রে।দেশজুড়ে কোরোনার প্রতিষেধক দেওয়া শুরু হয়েছিল চলতি মাসের ১৬ তারিখ থেকে । দেশের বিভিন্ন প্রান্তে দেওয়া হচ্ছে কোভিশিল্ড নয়ত কোভ্যাকসিন। প্রথম পর্যায়ে টিকাকরণ করা হয়েছে স্বাস্থ্যকর্মীদেরকেই।
প্রথম দফায় পশ্চিমবঙ্গে কোভিশিল্ড এসেছিল ১২ জানুয়ারি। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যে প্রথম দফায় আসে কোভিশিল্ডের ৬.৮৯ লাখ ডোজ়। আজ আসছে চলেছে দ্বিতীয় দফায় প্রতিষেধক। এবিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, “এটা খুবই উৎসাহজনক খবর যে, আজ রাজ্যে দ্বিতীয় পর্যায়ের কোরোনার প্রতিষেধক আসছে । এবার আসছে ৬ .৯৯ লাখ ডোজ়।”