আটকে যাওয়া যাত্রীদের ফেরাতে বিনা খরচে পরিষেবা দিচ্ছে এন বি এস টি সি
নিজস্ব সংবাদদাতা : আটকে যাওয়া এবং আহত যাত্রীদের ফেরাতে এবার নিজেরাই উদ্যেগ নিল এন বি এসটি সি। এবারে এন বি এস টি সির তরফ থেকে উদ্যোগ নেওয়া হল যাতে তারা একেবারে সুরক্ষিতভাবে নিজের জায়গাতে পৌছে যায়। জানা গেছে গত দুদিনে অনুমানিক সাড়ে তিনশো যাত্রী ফেরত চলে গেছেন এন বি এস টি সির বাসের উদ্যেগে। গতকাল মোট একশো আশি জন যাত্রী ফেরত চলে যান কলকাতার উদ্দেশ্যে। এন বি এসটিসির তরফ থেকে তাদের বিনামুল্যে খাবার এবং জল দেওয়া হয় যাত্রীদের। যাত্রীরা গতকালও আতঙ্কিত ছিলেন। তাদের বাসে পূর্ন সহযোগীতা করেন অন্যান্য যাত্রীরা। অনেক যাত্রী জানান তাদের অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যাচ্ছে না, এর মধ্যে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র এবং বেশ কিছু ইন্টারভিউ দিতে যাবার কাগজপত্র ও ছিল।
এদিকে এন বি এস টি সির তরফ থেকে সব যাত্রীদের একবার করে ডাক্তারী চেক আপ এর ব্যাবস্থাও করে দেওয়া হয়। যাত্রীদের মধ্যে অনেকেই মানিব্যাগ এবং এটিএম হারিয়ে ফেলেছেন তাদের জন্য এগিয়ে আসেন ট্রেনের অন্যান্য যাত্রীরা। জানা গেছে আজকেও যাত্রীদের নিয়ে এন বি এস টিসির বাস ছাড়বে সন্ধ্যা সাড়ে ছটায়। তাদের যাতে কোন অসুবিধা না হয় সেই কারনে তেনজিং নোরগে বাস টার্মিনার্সের সামনের দুটি হোটেল অগ্রিম বুক করে রেখেছিল এন বিএস টি সি কতৃপক্ষ।