আত্মসাৎ ১০০ দিনের কাজের ৫ কোটি টাকা , তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ
বেস্ট কলকাতা নিউজ : অভিযোগ উঠল ১০০ দিনের কাজ প্রকল্পে আনুমানিক ৫ কোটি টাকা আত্মসাত করার । ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচোল মহাকুমার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের তৃনমূল পরিচালিত মশালদহ গ্রাম পঞ্চায়েতে। গ্রামবাসীদের নিশানায় রয়েছে মূলত পঞ্চায়েতের প্রধান নিলুফার ইয়াসমিন,উপ প্রধান মহম্মদ ইসমাইল, নির্মাণ সহায়ক রাধে শ্যাম বর্মন, এসটিপি সুব্রত পোদ্দার ও সেক্রেটারি শশাঙ্ক উপাধ্যায়। গ্রামবাসীরা দাবি তুলেছে এমনকি দুর্নীতির তদন্তেরও। স্থানীয় কংগ্রেসের নেতৃত্বও প্রতিবাদে সামিল হয়েছে বিক্ষোভকারীদের সঙ্গেই ।যদিও প্রধান নিলুফার ইয়াসমিনের স্বামী আবু সুফিয়ান দাবি করেছেন তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ একেবারে ‘ভিত্তিহীন’ বলে।
বিক্ষোভকারী কংগ্রেস নেতা কর্মীদের আরও অভিযোগ, কেন্দ্রীয় সরকারি টাকা তছরুপ করেছে মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ-প্রধান সহ পঞ্চায়েত কর্মীরা। কোটি কোটি সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে এমনকি ১০০ দিনের কাজ প্রকল্পে মাটি কাটা,পুকুর খনন,নতুন রাস্তা নির্মাণ,টেন্ডার পাস,বৃক্ষরোপণ ও হর্টিকালচারের নামে। অভিযোগ যে, উঁচু চাষের জমিকে জেসিবি মেসিন দিয়ে সমতল করে নতুন পুকুর খননের স্কিম বোর্ড লাগিয়ে ভুয়ো মাস্টার রোল বানানো হয়েছে তার মাধ্যমেই লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছে । কাজের জায়গায় গিয়েও কোনও স্কিমের বোর্ড দেখা যায়নি ।