আপনার সঞ্চয় বাড়ান বাজাজ ফিনান্স FD-র চড়া সুদের হারের সাহায্যে
বেস্ট কলকাতা নিউজ : এখন আগের তুলনায় অনেক সোজা হয়ে গেল আপনার কষ্টার্জিত টাকা পরিমাণে বাড়ানো । এখন বিনিয়োগের প্রচুর বিকল্প রয়েছে ডিজিটালাইজ়েশনের সৌজন্যে এবং সহজে সেগুলি পাওয়াও যায় আগের চেয়েও । অবশ্য, আপনাকে বহুমুখী বিনিয়োগ করতে হবে এই বিকল্পগুলি থেকে সত্যিকারের ফায়দা তুলতে হলে।এমনকি প্রয়োজন বাজারের সঙ্গে সংযুক্ত বিকল্প ও নিশ্চিত রিটার্ন মেলে এমন প্রকল্পগুলিতে সুস্থ ভারসাম্য বজায় রেখে বিনিয়োগ করা।এ ক্ষেত্রে (FD) বা স্থায়ী আমানত হল সেরা বিকল্প নিশ্চিত রিটার্ন পাওয়ার ক্ষেত্রে।আর এ কথা মাথায় রেখেই বাজাজ ফিনান্স ফিক্সড ডিপোজ়িট চড়া হারে সুদ দেয় ও বিনিয়োগের স্থিতিশীল মঞ্চ হওয়ার ভরসা জোগায়।
দীর্ঘ মেয়াদি বিনিয়োগ : FD তে বিনিয়োগের ক্ষেত্রে ভাল সুদ পেয়ে রিটার্ন বাড়াতে হলে টাকা দীর্ঘ মেয়াদে রাখাই ভাল। চক্রবৃদ্ধি হারে সুদের নীতি মেনে আপনি যত বেশিদিনের জন্য বিনিয়োগ করবেন ততই ভাল রিটার্ন পাবেন। মনে রাখবেন, আপনার FD-র উপরে প্রযোজ্য সুদের হার কত হবে- তা নির্ভর করে কতদিনের জন্য আপনি বিনিয়োগ করছেন তার উপরে । তাই বেশি রিটার্ন পেতে হলে বিনিয়োগ করুন সবচেয়ে বেশি দিনের মেয়াদে। অনেক ব্যাঙ্ক বা ননব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান FD high interest rates তখনই দেয় যদি অন্তত তিন বছর বা তার থেকে বেশি হয় বিনিয়োগের মেয়াদ । নীচে একটি উদাহরণ দিয়ে দেখানো হল কী ভাবে এটি কাজ করে ও আপনি কতটা রিটার্ন আশা করতে পারেন।
নীচের টেবিলটি দেখাচ্ছে বাজাজ ফিনান্স FD তে 2 লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি কত টাকা রিটার্ন পাবেন।
বিনিয়োগকারীর ধরণ মেয়াদ সুদের হার সুদের পরিমাণ মেয়াদ উত্তীর্ণ অর্থের পরিমাণ
60 বছরের নীচে 2 বছর 6.40% 26,419 টাকা 2,26,419 টাকা
60 বছরের নীচে 5 বছর 6.80% 77,899 টাকা 2,77,899 টাকা
প্রবীণ নাগরিক 2 বছর 6.65% 27,484 টাকা 2,27,484 টাকা
প্রবীণ নাগরিক 5 বছর 7.05% 81,166 টাকা 81,166 টাকা