আপাতত ১৫ দিন বিশ্রাম নিতে হবে বাড়িতেই, অবশেষে যাদবপুরের উপাচার্য ছাড়া পেলেন হাসপাতাল থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আপাতত কারও সঙ্গে দেখা সাক্ষাত্‍ বা কোনও বৈঠক নয়। হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ভাস্কর গুপ্ত। ১৫ দিনে তাঁকে বাড়িতে বিশ্রাম করার পরামর্শ দিয়েছেন চিকিত্‍সকরা। যাদবপুরকাণ্ডে উত্তাল গোটা রাজ্য। একাধিক দাবিতে যখন ক্যাম্পাসে ধরনায় পড়ুয়ারা, তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। প্রথমে বাড়িতেই চিকিত্‍সা চলছিল। কিন্তু অসুস্থ এতটাই বাড়ে যে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় উপাচার্যকে। কবে? গত বুধবার। আজ, রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। তবে উপাচার্য এখনও সংকটমুক্ত নন বলেই জানা গিয়েছে।

এদিকে উপাচার্য ভাস্কর গুপ্তর স্ত্রী কেয়া গুপ্ত বলেন, ‘এই তো সবে বের করে নিয়ে যাচ্ছি। ভালো কি থাকেন বলুন তো। বাড়িতে বিশ্রামে থাকবে। ডাক্তার ১৫ দিন বেড রেস্ট বলেছে। যতদিন ওকে আমি রাখতে পারি’। বিশ্ববিদ্যালয়ে যাওয়া কি সম্ভব? তাঁর জবাব, ‘এখন সম্ভব নয়’। এর আগে যেদিন হাসপাতালে ভর্তি হন, সেদিন উপাচার্যকে দেখতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। তিনি বলেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক দল যেভাবে তাঁকে হেনস্থা করছে, এটা অকল্পনীয়। আমি ওনাকে দেখতে এসেছিলাম। ডাক্তার নিজেই বললেন, কোনওরকম মানসিক চাপ নেওয়া যাবে না। স্ট্রোক হয়ে গিয়েছে। হার্টের অবস্থা ভালো নয়। আমি সবপক্ষকে অনুরোধ করব, উপাচার্যের জীবনের দিকে তাকিয়ে একটু মানবিক ব্যবহার যেন তাঁর সঙ্গে করা হয়’।

এদিকে যাদবপুর কাণ্ডে তদন্তে এবার শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে ডিজ্ঞাসাবাদ করল পুলিস। লালবাজার সূত্রের খবর, তাঁকে নোটিশ পাঠিয়ে লালবাজারে ডেকে পাঠানো হয়। এরপর শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জানতে চাওয়া হয়, সেদিন ঠিক কী ঘটেছিল? হাইকোর্টের নির্দেশে যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে FIR করে পুলিস। সেই FIR-এ শিক্ষামন্ত্রীর গাড়ির চালকের নাম রয়েছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *