৮ জনের প্রাণ গেল বিস্ফোরণ বিধ্বস্ত শিবমোগ্গায় ,বাড়ার আশঙ্কা মৃতের সংখ্যারও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিট। কর্ণাটকের শিবামোগ্গা এলাকা কেঁপে ওঠে বিস্ফোরণ এর তীব্র শব্দে। রাজ্য পুলিশ এমনকি একাধিক মৃত্যুরও আশঙ্কা করছে এই বিস্ফোরণের জেরে। এখনও পর্যন্ত খুঁজে পাওয়া গিয়েছে ৮ জনের দেহ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিস্ফোরণ হয়েছে কর্ণাটকের শিবমোগ্গা জেলায় পাথর খনির কোয়ারিতে। এমনকি আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সেখানে বেশ কয়েক জন মারা যেতে পারেন বলেও।

সাংবাদিকদের একজন পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, “অন্ধকার হওয়ায় এখনই নিশ্চিত করা যায়নি সঠিক সংখ্যাটা ।” আব্বালাগেরে গ্রামের কাছে হুনাসন্ডিতে কোয়ারিতে বিস্ফোরণটি কীভাবে হয়েছিল তা পুলিশ এখনও পরিষ্কার করেনি। ঘটনাস্থলে ডেকে আনা হয়েছে বোম ডিসপোজাল স্কোয়াডকে। এমনকি সিল করে দেওয়া হয়েছেসমগ্র এলাকাটি। সংবাদ সংস্থা সূত্রে খবরে এও বলা হয়েছে, ডিনামাইটের কারণে বিস্ফোরণটি ঘটেছিল। মাইনিংয়ের জন্য ব্যবহৃত বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল একটি ট্রাকে করে। গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় কোনওভাবে। এখনও পর্যন্ত ঘটনায় সনাক্ত করা যায়নি মৃতদের দেহ। ঘটনাস্থলে পৌঁছেছেন শিবমোগার সিনিয়র জেলা ও পুলিশ কর্মকর্তারা। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *