আবার ইডেনে সেই পরিচিত দৃশ্য, আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের দাবি উঠলো শহর শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: আবার সেই পরিচিত দৃশ্য, শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়ামের দাবি করল শিলিগুড়ির ক্রিকেটপ্রেমী মানুষজন । ইডেনে এর আগেও আইপিএল চলাকালীন বহুবার এই দৃশ্য দেখেছে গোটা বাংলার ক্রিকেট প্রেমী মানুষ। এবারও তার কোনো রকম ব্যতিক্রম হলো না , শিলিগুড়িতে চাই আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম, এই দাবি উঠল ফের আরেকবার। শিলিগুড়ির ক্রিকেট প্রেমী মানুষের এই দাবি যেন এদিন যেন আরো জোরালো হয়ে ওঠে।

এদিকে শিলিগুড়ি থেকে যারাই কলকাতা যান বিশেষ করে ইডেনে ম্যাচ দেখতে তারাই দাবি তোলেন শিলিগুড়িতে ক্রিকেট মাঠের। এবারও তার ব্যতিক্রম হয়নি , শিলিগুড়িতে আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম দরকার গত পাঁচ বছর ধরে এই দাবি যেন ফের একবার আরো জোরালো হয়ে উঠলো। এমনিতেই ইডেনে খেলা হলে শিলিগুড়ি থেকে ক্রিকেট খেলা দেখতে যাওয়া মানুষের সংখ্যা একেবারেই কম নয়। আর তা এবার যেন সবকিছুকে ছাপিয়ে গেল। শিলিগুড়ির মানুষের আরও দাবি, ইডেনে খেলা হতে পারলে কেন শিলিগুড়িতে একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে না ? এই দাবি বহুবার উঠেছিল এবারও ফের উঠলো। তবে আগামী দিনে যদি সত্যি সত্যি শিলিগুড়িতে আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম হয় , তাহলে সবার প্রথমে কৃতিত্ব থাকবে কিন্তু এই ক্রিকেটপ্রেমী মানুষদেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *