উদ্বেগ ক্রমশ বাড়ছে অ্যান্টিজেন টেস্ট শুরু হতেই , ২ জনই করোনা আক্রান্ত প্রথম ২৫ জনের মধ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পুরসভার উদ্যোগে অবশেষে শুরু করা হলো র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। বৃহস্পতিবার এই টেস্ট প্রথম শুরু করা হয়েছিল চেতলায়৷ প্রথম দফায় মাত্র ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ মাত্র ৩০ মিনিটেই তারা জানতে পারলেন তাদের করোনা রিপোর্ট সম্পর্কেও৷ আরো জানা গিয়েছে, চেতলায় প্রথম দফায় যে ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল, করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২ জন৷

এছাড়াও অক্সিমিটারের মাধ্যমে বাসিন্দাদের অক্সিজেন ও পালস রেটও চেক করা হয় নমুনা পরীক্ষার পাশাপাশি৷ কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ফিরাহাদ হাকিম সেখানে উপস্থিত ছিলেন৷ প্রসঙ্গত ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে বাংলায়৷

এরপর থেকেই কলকাতা পুরসভার উদ্যোগে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করা হয়েছে শহর কলকাতায়৷ যদিও ইতিমধ্যে এই টেস্ট শুরু হয়েছে দিল্লি সহ একাধিক রাজ্যে।কলকাতা হাঁটল এবার সে পথেই৷ গত মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, অ্যান্টিজেন টেস্ট করা হবে এ রাজ্যে৷ রাজ্যের প্রশাসনিক প্রধান আরও দাবি করেছিলেন এই টেস্টের ফলাফল তাড়াতাড়ি পাওয়া যাবে বলেও৷বাংলায় ইতিমধ্যেই নতুন কিট পাঠিয়েছে ICMR। আর তা দিয়েই করোনার নমুনা পরীক্ষা শুরু হল বৃহস্পতিবার থেকে৷ অর্থাৎ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট৷ যারফলে করোনার রিপোর্ট মিলছে মাত্র ৩০ মিনিটেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *