আরজি করের ঘটনার জের, এবার কেন্দ্রীয় বাহিনীর দাবি করল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ
নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন করল। তারা জানিয়েছে , তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। কোন কিছু ঘটে গেলে দায়ী থাকবে কে? এটা নিয়ে চিন্তিত তারা। জানা গেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সমস্ত ডাক্তার নার্স এবং মহিলা স্টাফেরা, নিজেরাই প্রতিবাদের সাথে সাথে তাদের নিরাপত্তার কথা বারবার বলে চলেছেন। তাদের ভাষায় মেডিকেল কলেজের ভিতরে ঠিক আছে কিন্তু বাইরে গেলেই তারা, এইতো এবং স্বতন্ত্র হয়ে চলেছেন। তারা এই ভেবে চিন্তিত এবং আতঙ্কিত যে কোন সময় যদি কোন দুর্ঘটনা ঘটে যায় কাদের সাথে তালে তার দায় কে নেবেন?
এদিকে অনেক ডাক্তার এবং নার্স জানিয়েছেন তাদের সাথে দেখা করতে অনেক সময় তাদের বাড়ির থেকে মেয়ে বোনেরা এবং মায়েরাও আসেন। অধিক রাত পর্যন্ত না থাকলেও যখন তারা ফিরে যান সাড়ে আটটা নটা বাজে, সেই সময় ওইসব এলাকা নিস্তব্ধ হয়ে যায়, এই সময় যদি কোন ঘটনা ঘটে যায় তার দায়িত্ব কে নেবে? তবে কবে থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী উত্তরবঙ্গ মেডিকেল কলেজের দায়িত্বে আসবে সেটা এখনো বুঝতে পারা যাচ্ছে না। তবে যেভাবে একের পর এক বিকাল কলেজগুলি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি করছে তাতেই বোঝা যায় কতটা যুক্তিগত এই মেডিক্যাল কলেজে নিরাপত্তা বাহিনী আবেদন করা।