আর কী কী দেখবেন ইডেনে খেলা দেখতে এসে জেনে নিন এক ঝলকে!
বেস্ট কলকাতা নিউজ : ভারতের মাটিতে প্রথমবার আয়োজিত হতে চলেছে গোলাপি বলে ডে -নাইট টেস্ট ম্যাচ ৷ আর তাকে ঘিরে স্বাভাবিকভাবেই উন্মাদনা চরমে রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে৷ এই ঐতিহাসিক টেস্ট ম্যাচের সাক্ষী থাকতে চায় সবাই৷ টিকিটের চাহিদা চরমে পৌঁছলেও যোগান সীমিত৷ প্রথম চার দিনের সমস্ত টিকিট প্রায় শেষ হয়ে গেছে৷ গ্যালিরি যে কানায় কানায় ভরে উঠবে, তা আর আলাদা করে বলে দেওয়ার কোনো অপেক্ষাই রাখে না৷
টিকিট নিয়ে এমন হাহাকারের মাঝে যারা স্টেডিয়ামে ঢোকার ছাড়পত্র হাতে পেয়ে গিয়েছেন, তাঁরা উপহার পেতে চলেছেন নিঃসন্দেহে পয়সা উসুল কিছু স্মরণীয় মুহূর্ত ৷ যাঁরা স্টেডিয়ামে ঢুকতে পারছেন না, তাঁরাও এমন ক্রিকেট উৎসবের সাক্ষী থাকবেন টেলিভিশনের দৌলতে ৷সিএবি শুধু যে দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজন করছে এমনটা নয়৷ বরং ক্রিকেট ছাড়াও সিএবি’র তালিকার রয়েছে আরও একাধিক অনুষ্ঠানসূচি৷ এক ঝলকে দেখে নেওয়া যাক ক্রিকেট ছাড়া আর কী কী দেখা যাবে ইডেনে৷
১। টসের আগে আর্মি ব্যান্ড শো৷
২। ১২।৩০ মিনিটে সোনার কয়েনে টস৷
৩। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে এসে দু’দলের ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করবেন৷
৪।১২।৫৫ মিনিটে ইডেন বেল বাজিয়ে টেস্টের সূচনা করবেন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়৷ উপস্থিত থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি , সচিন তেন্ডুলকর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন প্রমুখরা ৷
খেলা শুরু হবে দুপুর ১টায়৷
৫।৩টের সময় সাপার ব্রেকে চ্যাট শো টিম ইন্ডিয়ার ফ্যাব-ফাইভ সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ ও অনিল কুম্বলে৷
৬।৫।৪০ মিনিটে চা-বিরতিতে সোরেন্দু অ্যান্ড গ্রুপের সঙ্গীতানুষ্ঠান সঙ্গে প্রাক্তন ক্রিকেটার ও অন্যান্য ক্রীড়াবীদদের গলফ কার্টে ইডেন প্রদক্ষিণ৷
৭।ম্যাচের শেষে রুনা লায়লার অনুষ্ঠান৷ ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠান ও ভাষণপর্ব৷ জিৎ গাঙ্গুলির সঙ্গীতানুষ্ঠান৷