আর দু’‌বছরের মধ্যেই হয়ত পুরনো জায়গায় ফেরত আসবেন বউবাজারের বাসিন্দারা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বউবাজারে নতুন বাড়ি তৈরির কাজ শুরু হয়ে যেতে পারে আগামী বছরই। যার ফলে হয়ত বউবাজারের বাসিন্দারা দূর্গা পিতুরী লেন-সহ পাশ্ববর্তী জায়গায় ফেরত আসবেন আর দু’‌বছরের মধ্যেই। বউবাজারের একাধিক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল ২০১৯ সালের ৩১ আগস্ট মধ্যরাতে। পুনর্নির্মাণের দায়িত্বে আছেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারিকরা । কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। কাজ চলছে টানেল বোরিং মেশিন চান্ডি’‌কে তুলে আনারও। তবে এখানে চান্ডিকে তুলে আনার পাশাপাশি, তুলে আনা হবে অপর টানেল বোরিং মেশিন ‘‌উর্বি’‌র কিছু অংশও।

ফলে নির্মীয়মাণ সংস্থা ও কে এম আর সি এল কে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে এগোচ্ছে হচ্ছে এই দুটি কাজ করতে গিয়ে। আপাতত স্থির হয়েছে তাদের নজরে থাকবে মোট ৪৬টি বাড়ি। এর মধ্যে পুরো নতুন করে তৈরি করতে হবে ২৩টি বাড়ি। বাকি ২৩ বাড়ি সংস্কার করা হবে। আর এই কাজ শুরু হবে আগামী ডিসেম্বর মাস বা জানুয়ারি মাস থেকে। ফলে বউবাজারের ছাদ হারানো বাসিন্দাদের ঘরে ফিরতে সময় লাগবে আগামী ১ থেকে ২ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *