আর ফেরা হল না বিয়েবাড়ি থেকে , খালে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হল ৬ জনের , নিখোঁজ একাধিক
বেস্ট কলকাতা নিউজ : বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ভরা খালে ঝাঁপ দিল যাত্রী বোঝাই গাড়ি। ঘটনাস্থলেই মৃত ১ শিশু ও কিশোরী-সহ ৬ জন। কোনওক্রমে প্রাণে বেঁচেছেন ২ জন। আর জলের তোড়ে ভেসে গিয়েছেন অন্তত ৬ জন। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে স্পিড বোট। মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে হরিয়ানার ফতেহবাদে। এদিকে ফতেহবাদের ডিএম জগদীশ চন্দ্র সংবাদমাধ্য়মে জানিয়েছেন, পঞ্জাবের ফাজিলকায় একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ১৪ জন। পথে ফতেহবাদে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভরা ক্যানালে পড়ে যায়। গাড়ি থেকে বের হতে না পেরে মৃত্যু হয়ে ৬ জনের। ২ জন কোনও ক্রমে সাঁতরে পাড়ে ওঠেন। ৬ জনের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না।
জেলাশাসক আরও বলেন, ওই দিন রাতেই ৩টি মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্য়ে একজন মারা গিয়েছেন। ২ জন বেঁচে আছেন। ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের চিহ্নিতও করা গিয়েছে। এনডিআরএফ ও এসডিআরএফ তল্লাশি তল্লাশি চালিয়া যাচ্ছে। ৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। মৃতদের মধ্যে দেড় বছরের একটি বাচ্চা ও ১০ বছরের এক শিশুও রয়েছে। উদ্ধর কাজের জন্য ক্যানালের জল কম করা হয়। ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য ক্যানালের পাড়ে ব্যারিকেড দেওয়ার হবে। জোর তল্লাশিও চলে নিখোঁজদের খোঁজে।