আর বেশি দেরি নেই পুজো আসতে, দ্রুত সাজিয়ে তোলা হচ্ছে টয় ট্রেনকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : পুজো আসছে সেভাবে আর বেশি দেরি নেই। তাই যতটা পারা যায় দ্রুত সাজিয়ে তোলা হচ্ছে টয় ট্রেন কে। পর্যটকদের নতুনভাবে আকর্ষণ করতে যার কোনো বিকল্প নেই। শুধু টয়ট্রেন কেই সাজিয়ে তোলা হবে না , সাজিয়ে তোলা হচ্ছে সেই সমস্ত স্টেশনগুলিকেও যেসব স্টেশন গুলিতে টয়ট্রেন থামে অথবা চলে যায়। পুজোর আগে যতটা পারা যায় পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলতে চায় পর্যটন দপ্তর। টয় ট্রেন এর উপর অনেকটা নির্ভর করে পর্যটকদের এই উত্তরবঙ্গের উপর আগ্রহ, শুধু উত্তরবঙ্গ করলে ভুল হবে পাহাড়ের উপর আগ্রহ। যতটা পারা যায় তাই পর্যটন দপ্তরের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে টয় ট্রেন এবং স্টেশনগুলিকে সাজিয়ে এবং সাজিয়ে তোলার জন্য। থাকতে চলেছে একাধিক সুবিধা, পানীয় জল এবং বাথরুমের সুবিধা যাদের মধ্যে অন্যতম। তাই এবার অনেক আগের থেকেই চিন্তা করেই উদ্যোগ নিতে চলেছে টয় ট্রেন কর্তৃপক্ষ। কাজ শুরু করে দেওয়া হবে দু-একদিনের মধ্যেই , কাজ শেষ হয়ে যাবে পুজোর কিছুটা আগে। পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে হবে এই টয় ট্রেন। এই রীতি নিয়েই এগোচ্ছে পর্যটন দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *