আলু চাষের ব্যাপক ক্ষতি অসময়ের বৃষ্টিতে, মাথায় হাত চাষিদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আলু চাষে ব্যাপক ক্ষতির আশংকা বসন্তের বৃষ্টিতে। এদিকে জমিতে জলও দাঁড়িয়ে যায় ফলন তোলার সময় আচমকা বৃষ্টিতে। ফলে ফলন ভাল হলেও ফলনে পচন দেখা দিয়েছে তোলার সময় জল দাঁড়িয়ে যাওয়ায় ।আগেই ছিল হাওয়া অফিসের বিশেষ সর্তকতা যে আবহাওয়ার বিপুল পরিবর্তন লক্ষ করা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এর মধ্যেই ক’দিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। ফলে গভীর চিন্তার ভাঁজ পড়েছে উত্তরবঙ্গের আলুচাষিদের কপালে। এমনিতেই ফি বছর আলুচাষিদের চাষ করতে হয়েছে চড়া দামে আলুর বীজ ও সার কিনে। তার উপর অসময়ের এই বৃষ্টি যেন কালোমেঘ রুপ নিয়েছে আলু চাষীদের মাথার উপর ।এই বৃষ্টির জন্য আলু চাষীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কায়। জানা গেছে একটা বড় অংশের আলুচাষী আলু তুলতে পারেনি। তারই মধ্যেআলু খেত জলে ডুবে রয়েছে বৃষ্টি শুরু হওয়ায় । তাই আলু নিয়ে চিন্তায় কৃষকদের ঘুমও উড়ে গেছে।

একদিকে যেমন বৃষ্টিতে আলুর দাম কমে গেছে, অন্যদিকে ভিজে থাকা জমি থেকে আলু তুলতে গিয়ে কৃষকদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেমন অসুবিধা হচ্ছে জলে ডুবে থাকা আলু তুলতে ঠিক তেমনি জলে ভেজা আলু দীর্ঘ মেয়াদী কম হওয়ায় স্বাভাবিকভাবে এই আলুর কদর কমেছে অনেকটাই। ধূপগুড়ি ব্লকের স্থানীয় কৃষক গুনধর রায় বলেন,জমির মধ্যে জল দাঁড়িয়ে যাওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে ফলনে পচনেরও। নির্ধারিত সময় পার হতেই বৃষ্টির জন্যই সমস্যায় পড়েছি। জল দাঁড়িয়ে যাওয়া জমিতে কাজ করতে করতে রিংকু দাস বলেন,জমিতে মজুরি শ্রমিক নিয়েছি। জলের জন্য অসুবিধা হচ্ছে এমনকি কাজ করতেও ।জমিতে বিভিন্ন জায়গায় জল দাড়িয়ে গিয়েছে। ফলন পচে যাচ্ছে।

জলমগ্ন খেতে আলু তুলতে ব্যস্ত চাষিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *