আসছে চলেছে ধূমকেতু নিওওয়াইজ়, দেখা যাবে এমনকি শহর কলকাতা থেকেও
বেস্ট কলকাতা নিউজ : ধুমকেতু নিওওয়াইজ় ফের পৃথিবীর কাছাকাছি আসছে চলেছে সাড়ে ছয় হাজার বছর পর৷ এই ধূমকেতুটিকে খালি চোখেই দেখা যাবে কলকাতা-সহ গোটা ভারতবর্ষ থেকে৷ বিরল মহাজাগতিক এই ধূমকেতুর পোশাকি নাম নিওওয়াইজ় ৷ বৈজ্ঞানিক নাম C/2020-F-3 ৷ ২৭ মার্চ এই নতুন আগন্তুক নাসার টেলিস্কোপে প্রথম ধরা পড়ে ৷
মহাকাশ বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, সৌরমণ্ডলের এই নতুন অতিথিকে সূর্যাস্তের পর দেখা যাবে ১৪ জুলাই থেকে একটানা ১৮ দিন৷ তবে ১৪ থেকে ২২ জুলাই সবথেকে উজ্জ্বল দেখা যাবে। নিওওয়াইজ় পৃথিবীর সবথেকে কাছে চলে আসবে চলতি বছরের ২২ জুলাই৷ সেদিন পৃথিবী থেকে এর দূরত্ব হবে মাত্র ১০ কোটি ৩০ লাখ কিলোমিটার৷ নিওওয়াইজ়কে দেখা যাবে উত্তর-পূর্ব আকাশে৷ আর কোনও ধূমকেতুকে এই শতাব্দীতে এত উজ্জ্বলভাবে দেখা যায়নি৷
নিওওয়াইজ়কে সবথেকে বেশিক্ষণ ধরে দেখা যাবে ৩০ শেজুলাই ৷ ওই দিন এই ধূমকেতু অবস্থান করবে সপ্তর্ষি মণ্ডলের ঠিক নীচেই৷ তবে তখন খালি চোখে তাকে আর দেখা যাবে না৷ দেখতে হলে চোখ রাখতেই হবে দূরবীনেই৷ এইভাবে এই অতিথিকে দেখা যাবে অগাস্ট মাস পর্যন্ত৷