আসছে পুজো, তাই ভাড়া বাড়তে চলেছে ট্রয় ট্রেনের
নিজস্ব সংবাদদাতা : আর ৫০ দিন পরেই পুজো, তাই টয় ট্রেনের ভাড়া বাড়ছে। এমনটাই জানিয়েছেন টয় ট্রেনের হেড ইঞ্জিনিয়ার। তিনি জানিয়েছেন ভাড়া বাড়ানোর বিভিন্ন কারণ আছে। যাত্রী পরিষেবা একটা বড় ব্যাপার। ঠিকমতো যাত্রী পরিষেবা না দিতে পারলে টয় ট্রেনের জনপ্রিয়তা বাড়ানো যাবে না, দ্বিতীয়ত টয় ট্রেনকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বর্তমানে আলাদা করে ক্লিনার থাকে না টয় ট্রেনে, অনেক পর্যটকই আছেন খাবার দাবার এবং পানীয় টয় ট্রেনের মধ্যে ফেলে দিয়ে চলে যান, বাইরে ফেলতে চান না। এক জায়গায় পৌঁছে গিয়ে সেভাবেই আবার চলতে আরম্ভ করে টয় ট্রেন। জানা গেছে এবার থেকে টয় ট্রেনের দুজন করে ক্লিনার রাখা হবে, যারা যেতে আসতে টয়ট্রেন কে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। এছাড়া টয় ট্রেন রং করা, প্রতিটি স্টেশনের সৌন্দর্যে আয়ন করা, এবং শীতকাল আলাদা করে চা আর কফি রাখা টয় ট্রেন কর্তৃপক্ষের নজরে আছে।
জানা গেছে বরাদ্দ টাকা দিয়ে চলছে না রেল কর্তৃপক্ষের। উপচে পড়া ভিড়ে ক্ষতি হচ্ছে স্টেশনে এবং ট্রেনের। বিভিন্নভাবে, তাই আর দেরি না করে টয় ট্রেনে ভাড়া বাড়াতে চান কর্তৃপক্ষ। অবশ্য তারা এও জানিয়েছেন এই ভাড়া বৃদ্ধিতে জার্সিদের উপর যাতে কোন প্রভাব না পড়ে, এবং টয় ট্রেনের জনপ্রিয়তা যাতে কমে না যায় সেটাও তারা দেখবেন। ভাড়া বাড়ানোর সাথে সাথে তারা পরিষেবার ও উন্নয়ন করবেন বলে জানিয়েছেন। পাহাড়ের পর্যটনে জনপ্রিয়তা বাড়াতে অন্যতম মুখ্য ভূমিকা নেয় এই টয় ট্রেন। তাই যেভাবেই হোক ট্রয় ট্রেনের সৌন্দর্য বাড়াতে হবে এটাই জানিয়েছেন ট্রয়।ট্রেন কর্তৃপক্ষ। তবে কবে থেকে বাড়বে ভাড়া এটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ভাড়া বাড়ছে চলে ট্রেন এটা নিয়ে কোন সন্দেহ নেই বলে জানিয়েছেন তারা।