ইডি অবশেষে টাকার ব্রেক-আপ চাইলো তাপস মণ্ডলের কাছ থেকে,পার্থ চট্টোপাধ্যায়ের চাপ ক্রমশ বাড়ছে কুন্তল ঘোষের বয়ানে
নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ বারে বারে তাপস মণ্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছেন। তারই প্রেক্ষিতে পরপর দুদিন এঁদের দুজনকে মুখোমুথি বসিয়ে জেরা করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে বুধবার জেলার পরে এদিন ফের হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে ইডি। মঙ্গলবার ১৩ ঘন্টা জেলার পরে ফের বুধবার জেলা করা হয় নিয়োগ দুর্নীতিতে জেলে থাকা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে। দুদিনই তাঁকে বসানো হয়েছিল কুন্তল ঘোষের সামনে। তাপস মণ্ডল বলেছিলেন নিয়োগ দুর্নীতিতে অন্তত ১৯ কোটি নিয়েছেন কুন্তল ঘোষ। এই লেখা ১০০ কোটিরও হতে পারে। তবে এখনও পর্যন্ত ইডি এব্যাপারে ৩০ কোটির হিসাব জানতে চাইছে বলে সূত্রের খবর। এব্যাপারে কোন প্রার্থীর থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার ব্রেক আপ দিতে বলা হয়েছে তাপস মণ্ডলকে।