ইন্টালিজেন্স বিউরোর অফিসার এর বেশে প্রতারণা ,শহরে গ্রেপ্তার হল এক মহিলা
বেস্ট কলকাতা নিউজ : বছর ৪৭ -র এক মহিলা ৷ পরণে তার ফিটফাট পোশাক ৷ হাবেভাবেও প্রকাশ পায়ে একটা গাম্ভীর্য ৷ এমন কি তার পরিচিত ইন্টেলিজেন্স বিউরোর একজন সিনিয়র অফিসার হিসেবেই৷ একজন অফিসার হিসেবে যা যা থাকা দরকার,তার রয়েছে সবই তার কাছে৷ তার একটি বাড়িও আছে যাদবপুর এলাকায় ৷ এমনকি রয়েছে নীল বাতি লাগানো একটি গাড়িও ৷ গাড়ির সামনে লালের উপর সাদা দিয়ে লেখা, “ভারত সরকার, ইন্টেলিজেন্স বিউরো” ৷
তবে, সবার ভুলটা ভাঙল সত্যব্রত বসু রায় নামে এক যুবকের থানায় অভিযোগ জানানোর পর৷ বছর তেইশের এই যুবক অভিযোগ করেন, তাঁর থেকে পাঁচ লাখ টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে সরকারি চাকরি দেওয়ার নাম করে৷ প্রতারণা করেছেন ইন্টেলিজেন্স বিউরোর এই সিনিয়র অফিসার ৷এমনকি টাকা ফেরত চাইলে হুমকিও জোটে তার কপালে৷ তারপর থেকেই খোঁজ শুরু করা হয় অভিযুক্ত ওই মহিলার৷ তদন্তও চলে নীল বাতি লাগানোর গাড়ির নম্বরের সূত্র ধরে৷ CCTV ফুটেজও খতিয়ে দেখা হয়৷ অবশেষে ওই মহিলা ধরা পড়েন পুলিশের জালে ৷শুরু হয় জিজ্ঞাসাবাদ ৷ আর তাতেই আত্মসমর্পণ করেন ওই মহিলা ৷ জানা যায়, তাঁর নাম অচিরা যাদব ৷ বড় হয়ে ওঠা অসমের গুয়াহাটিতে৷