আফ্রিকাতে অনুষ্ঠিত ২০২০ , অনূর্ধ্ব ১৯ এর ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান দলকে দুমড়ে মুচড়ে দিল ভারতীয় দল

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্টকলকাতা ডিজিটাল ডেস্ক ,শুভ মাহাতো : আফ্রিকাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ এর ক্রিকেট বিশ্বকাপে আজ সেমিফাইনালে ভারতীয় দল পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে জয় সুনিশ্চিত করল। প্রথমে টসে জিতে পাকিস্তান ব্যাট করার সিদ্ধান্ত নিলে, ৪৩ ওভার ১ বলে ১০ উইকেট হারিয়ে ১৭২ রান করেন। ভারতীয় বোলাররা প্রথম থেকেই আক্রমণাত্মক ভাবে বল করতে থাকে।জবাবে ভারতীয় দল ব্যাট করতে নেমে যশস্বী এবং জয়সওয়াল দুজনে মিলেই সম্পূর্ণ রানটি করে আসে। জয়সওয়াল ৯৯ বলে ৫৯ রানে অপরাজিত এবং যশস্বী ১১৩ বলে ১০৫ রান করে জয়ের লক্ষ্য ঠিক করে ফেলে।অনূর্ধ্ব ১৯ অধিনায়ক প্রিয়াম গার্গ ফাইনালে পৌঁছে খুব খুশি, তিনি বলেছেন আমরা ট্রফিটির দিকে মনোনিবেশ করতে যাচ্ছি। আমি মনে করি টুর্নামেন্টে আমাদের সেরা পেস আক্রমণ রয়েছে। সমস্ত দ্রুত বোলাররা ভাল গতি তৈরি করতে পারে এবং স্পিনাররা ডান লাইন এবং দৈর্ঘ্য বোল করতে পারে। স্পিনাররা পেসারদের প্রশংসা করেন। এটি (জয়সওয়াল এবং স্যাক্সেনা) এটি প্রথমবার নয়। তারা গত এক বছর ধরে এভাবে ব্যাট করে চলেছে। তাদের দুর্দান্ত সমন্বয় রয়েছে। আগামী ৯ ই ফেব্রুয়ারি অনূর্ধ্ব ১৯ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেনউইস ক্রিকেট মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *