রামমন্দিরকে নিয়ে কোনো রকম মন্তব্যে নারাজ জেলা সভাপতি পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : রাম মন্দির নিয়ে কোন কথা বলছি না। গতকাল শিলিগুড়ির একটি ইষ্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করে এই বার্তাই দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। বিজেপী ধর্মের সাথে রাজনীতি মিশিয়ে ফায়দা তুলতে চাইছে এটা কোনো ভাবেই হতে পারে না। মানুষ পছন্দ করে না। ধর্ম থাকবে ধর্মের জায়গাতে আর রাজনীতি রাজনীতির জায়গাতে। ধর্ম এবং রাজনীতিকে যারা মিলিয়ে দেয় তারা কখনো দেশের ভালো চায় না। ভগবান রাম এবং রাজনীতি এক জিনিস নয়। তাই আমার কাছে এই ভাবে কোন জিনিসের উদ্বোধন করা একেবারেই মুল্যহীন। জেলা সভাপতি পাপিয়া ঘোষ আরো জানান যেখানে দেশের এই অবস্থা সেখানে এত টাকা খরচ করবার কোন দরকার নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি ধর্মের সাথে মানুষের সম্পর্ক একেবারেই আলাদা তাই মিলিয়ে দেওয়া একেবারেই উচিত নয়। আগে মানুষের কথা ভাবতে হবে তবেই দেশের উন্নতি সম্ভব। তাই আমার কাছে রামমন্দিরের সংষ্কার করা একেবারেই যুক্তিযত নয়। জেলা সভাপতি জানান মন্দির উদ্বোধন করে রাজনৈতিক ফায়দা তোলে যারা তাদের দিয়ে দেশের ভালো কোনদিনই হবে না। তাই এত মানুষের আবেগ নিয়ে খেলা উচিত নয় কোনভাবেই। অন্তত আমি এটাই মনে করি বলে জানালেন জেলা সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *