উত্তরবঙ্গের গর্ব হতে চলেছে নর্থ বেঙ্গল আর্ট কলেজ, এমনটাই জানালেন কর্নধার সোমেশ ঘোষ
নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গের গর্ব হতে চলেছে নর্থ বেঙ্গল আর্ট কলেজ।নিজেই সাংবাদিক সন্মেলন করে এ কথা জানালেন উত্তরবঙ্গ আর্ট কলেজের কর্নধার সোমেশ ঘোষ। তিনি এও জানান এখানে উত্তরবঙ্গ এবং বাংলার নামকরা আকার শিক্ষকেরা আকা শেখাবেন ।এখানে আসবেন বহু প্রতিভাবান শিল্পী যারা প্রতিভা থাকলেও তার বিকাশ ঘটাতে পারেন না। আমাদের আর্ট কলেজে সবার জন্য দরজা খোলা থাকবে। আমি জানি আজকের দিনে প্রত্যেক পিতামাতা তাদের সন্তান দের জন্য চিন্তা করেন। সবাই চান তাদের ছেলেমেয়েদের আকা শেখাতে। আমি সবার কথা ভেবেই এই আর্ট একাডেমী খুলেছি। যাতে সবার সুবিধা হয় এবং সবাই ভবিষ্যতের জন্য নিজেকে তৈরী করতে পারি।এই আর্ট একাডেমীতে সবাই শিখতে পারবেন। সবাই সাধ্যমত টাকা খরচ করে আকা শিখতে পারবেন।
তিনি আরো জানান আমার এত বছরের অভিজ্ঞতা এত ভালোবাসী আমি আকা।তাই আমার ইচ্ছে ভবিষ্যতের প্রজন্ম যেন আকাকে ভালোবাসে। শিক্ষার পরেই আকার জায়গা। একজন অঙ্কন শিল্পীর কদর সারা দেশ জুড়ে থাকে। আর আমার এই একাডেমীর সুনাম সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়বে এটাই ইচ্ছে আমার। তবেই সম্পুর্ন হবে আমার সাধনা জানান সোমেশ ঘোষ।