আমতার রসপুর পানীয় জলের চরম সমস্যায় ভুগছে গ্রীষ্মের শুরুতেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : গ্রামীণ হাওড়ার আমতা-১ ব্লকের রসপুর এলাকায় পানীয় জলের চরম সমস্যা দেখা দিয়েছে গ্রীষ্মকাল শুরু হতে না হতেই। জানা গেছে, এখনো অবধি নেই এলাকায় নলবাহিত পানীয় জলের ব্যবস্থা। অন্যদিকে, একের পর এক টিউবওয়েলও যাচ্ছে বিকল হয়ে। আর রসপুর এলাকার বহু মানুষ চরম সমস্যার সম্মুখীন হয়েছেন এর জেরেই ।

স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষও এমনকি স্বীকার করে নিয়েছে পানীয় জলের এই তীব্র সমস্যার কথা। রসপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান জয়ন্ত পোল্ল্যে জানান, প্রায় ১৩০ টি টিউবওয়েল রয়েছে ‘রসপুর গ্রাম পঞ্চায়েতের ১২ টি গ্রাম সংসদ এলাকায়। কিন্তু, অগ্রহায়ণ মাসের পর থেকে জলস্তর অনেকটা নেমে গিয়েছে সেভাবে বৃষ্টি না হওয়ায়। এর ফলে এলাকার মানুষ বেশ কিছুটা সমস্যায় পড়ছেন জল পেতে।’ তিনি আরও জানান, ‘ সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে পঞ্চায়েতের তরফে বিভিন্ন পাড়ায় পাড়ায় মিস্ত্রী পাঠিয়ে।এলাকার মানুষের আরও অভিযোগ, ভরা গ্রীষ্মে পানীয় জল পেতে খুব সমস্যা হচ্ছে এলাকায় নলবাহিত জলের ব্যবস্থা না থাকায়। তাঁদের দাবি, প্রশাসন সুগভীর নলকূপ ও নলবাহিত জলের ব্যবস্থা করুক অবিলম্বেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *