উত্তরবঙ্গের পর্যটকদের কাছে অন্যতম প্রিয় গন্তব্য মাদারি হাটের রয়াল হেরিটেজ ক্যাম্প

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : নভেম্বর মাসের শেষ, ডিসেম্বর শুরু পর্যটক এরা থাকে যাকে আসতে শুরু করে দিয়েছেন উত্তরবঙ্গে, আর উত্তরবঙ্গ মানেই চা পাতা, এবং পাহাড়। অবশ্য সমতল এখন লড়াই করতে শুরু করে দিয়েছে। সমতল বিভিন্ন ঘরবার জায়গা আছে। ডুয়ার্স তো আছেই, তবে এখন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে মাদারি হাটের দ্যা রয়াল হেরিটেজ ক্যাম্প।

পংকজ দত্তের স্বপ্নের রাজপ্রাসাদ এই রয়েল হেরিটেজ ক্যাম্প। যা শুধু পর্যটকদের না আকর্ষণ করে সমস্ত ধরনের মানুষকে। না গেলে বুঝতে পারা যাবে না, কত সুন্দর জায়গা এই মাদারিহাট। সন্ধ্যাবেলায় রয়েল হেরিটেজ ক্যাম্পের বাইরে বসে থাকলে আপনি সব কিছু পাবেন। সন্ধ্যাবেলা বাইরে বসে আপনি যে দৃশ্য পাবেন হয়তো পাহাড় কেও হার মানিয়ে নেবে। আমি অনেক স্বপ্ন নিয়ে তৈরি করেছি, আমার এই রাজপ্রাসাদ। মানুষের কাছ থেকে সাড়া পেয়েছি প্রচুর, মানুষ ভালোবেসে আমার এখানে আসছে। এটাই আমার কাছে সবচাইতে বড় পুরস্কার। জানালেন পঙ্কজ দত্ত। তিনি আরো জানালেন আমার এই রাজপ্রাসাদে সবাই আসতে পারবে। সবার জন্যই সহজ করে রেখেছি জানালেন তিনি। আপনি আমার হোটেলের বাইরে সকালবেলা ঘুরলে যে আনন্দ পাবেন সেটা শুধু সুন্দর নয়, স্বাস্থ্য কর ও বটে। আমি মনে করি মানুষকে যদি আনন্দ দিতে পারা যায় সেটা অনেক হবে। আমার কাছে পুরস্কারের মত হয়ে থাকবে। আমি আরো অনেক কিছু করব , আমার এই স্বপ্নের রাজপ্রাসাদের জন্য। জানালেন পংকজ দত্ত।

তিনি আরোও জানান মানুষ আসছেন পছন্দ করছেন এটাই আমার কাছে এক বড় প্রাপ্তি। আপনি আমার এই রয়েল হেরিটেজ ক্যাম্পের ভিতরে গেলে বুঝতে পারবেন কত পরিশ্রম করে কিভাবে আমি তৈরি করেছি। না দেখলে আপনার বিশ্বাস হবে না, তাই সবার কাছেই প্রার্থনা এবং অনুরোধ একবার ঘুরে যান আমার এই স্বপ্নের রাজপ্রাসাদ এসে,এমনটাই জানালেন পঙ্কজ দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *