উত্তরবঙ্গের প্রসিদ্ধ বেলাকোপার চমচম এবারে পাড়ি দিচ্ছে বিদেশে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গের প্রসিদ্ধ বেলাকোপার চমচম এবারে পাড়ি দিচ্ছে বিদেশে। বেলাকোপার চমচম শুধুমাত্র উত্তরবঙ্গ জুড়েই নয় গোটা ভারতবর্ষেই বিখ্যাত। কলকাতার মানুষেরা মিষ্টিপ্রেমী, পাতের শেষে মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসেন তারা, আর তাই বেলাকোপা থেকে এবার সরাসরি কলকাতায় যাচ্ছে চমচম। দেশ ছাড়িয়ে এবার বিদেশেও যেতে চলেছে বেলাকোপার চমচম। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে এবারে পৌছে যাবে বেলাকোপার চমচম। বেলাকোপাতে গেলে আপনি একবার হলেও খাবেন চমচম, একেকটি চমচমের দাম পনেরো টাকা থেকে কুড়ি টাকা করে। একবার খেলে আরেকবারও আপনার নিতে ইচ্ছে করবে এই চমচম। পাহাড়েও জনপ্রিয় এই চমচম। এবারের চমচমের বিদেশযাত্রা এই পাহাড়ের জন্যই। বিদেশী পর্যটকেরা জানিয়েছেন তারা ভালোবাসেন মিষ্টি খেতে, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের পর্যটকেরা নিজেরাই উদ্যোগ নিয়ে যোগাযোগ করে নিয়ে যাচ্ছেন এই চমচম। এই ঘটনা নিয়ে প্রচণ্ড আশাবাদী চমচমের আসল কারিগরেরা, তারা জানিয়েছেন এবারে কিছুটা হলেও তাদের কপাল খুলল বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *