রেল টিকিট বিক্রির ক্ষেত্রে দালাল চক্র আটকাতে বিশেষ সক্রিয় হল আর পি এফ, গ্রেফতার হলো অসাধু টিকিট বিক্রেতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রেল টিকিট বিক্রির ক্ষেত্রে দালাল চক্র আটকাতে বিশেষ ভাবে সক্রিয় হল আরপিএফ। এই লক্ষ্যে গভীর রাতে আরপিএফ দিনহাটা রেলওয়ে স্টেশন অভিযান চালিয়ে এক ব্যাক্তি কে গ্রেফতার করে অসাধু টিকিট কারবারি সন্দেহে । সামনেই স্বাধীনতা দিবস, আর সেই লক্ষ্যেই জোরদার ও কঠোর করা হয়েছে রেলের নিরাপত্তা ব্যবস্থাকে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কোচবিহার জেলার দিনহাটা স্টেশন থেকে রেল পুলিশ। এক টিকিট দালাল চক্রের পাণ্ডাকে ৯ টি টিকিট দুটি ফর্ম ও নগদ ১৪৭০ টাকা সহ গ্রেফতার করে

এ প্রসঙ্গে আরপিএফের ইন্সপেক্টর রবি কুমার জানান , আমাদের কাছে আগাম খবর ছিল যে কয়েকদিন থেকেই দিনহাটা স্টেশনে সক্রিয় হয়ে উঠেছে একটি টিকিট বিক্রির দালাল চক্র। আমরা নজর রেখে চলি এই বিষয়টির উপর, এবং সেইমতো অভিযান চালিয়ে সেই চক্রের পাণ্ডাকে গ্রেফতার করি।

আরপিএফ সূত্রে জানা গেছে, ধৃত ওই ব্যাক্তির নাম সফিকুল মিঞা। তাঁর বাড়ি বড় আটিয়া বাড়ি এলাকায়। যদিও ধৃত ওই ব্যক্তির দাবী, তিনি এই টিকিট বিক্রির বিষয়ে কিছুই জানেন না, সে দিনহাটা স্টেশনে টিকিট কাটতে গেলে আরপিএফ তাকে গ্রেফতার করে নিউকোচবিহারের আরপিএফ ফাঁড়িতে নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *