উত্তরবঙ্গ জুড়ে ক্রমশই বেড়েই চলেছে টিয়া পাখি পাচার
নিজস্ব সংবাদদাতা : টিয়া পাচার বেড়েই চলেছে উত্তরবঙ্গ জুড়ে। গত এক মাসে গোটা উত্তরবঙ্গতে রেকর্ড সংখ্যায় টিয়া উদ্বার করা হয়েছে। টিয়া পাচারকারীরা বেশীরভাগই বাইরের লোক।পাচারকারীরা টিয়া গুলিকে নেপাল এবং ভূটান বর্ডারের মধ্যে দিয়ে বাইরে পাচার করেন বলে জানা গেছে। সবচাইতে বেশী সংখ্যায় টিয়া ধরা পড়েছে ভূটান বর্ডারে। এবং ফুলবাড়ি এলাকায়। গত এক মাস আগে এনজেপীতে ধরা পড়েছিল প্রায় তিনশোটির মতন টিয়া পাখি। পাখিদের মধ্যে সবচাইতে বেশী পাচার হয় টিয়া এবং তা পাচার করাও হয় অতি সহজেই।তাই উত্তরবঙ্গের চোরা পাচারকারীরা টিয়া ধরেই পাচারের উদ্যোগ নেয়। চোরা কারবারীরা কলকাতা কিংবা তার আশেপাশে পাচার না করে বাইরে পাচার করে টিয়াপাখি।আর এতে দামও ভালো পায় তারা বলে জানিয়েছে তারা। টিয়াপাখির দাম বেশ ভালো থাকে বলেও জানিয়েছে ধরা পড়ে যাওয়া চোরাকারবারীদের মধ্যে একজন।তাই এবার থেকে পাচারকারীদের ধরতে কড়া নিরাপত্তার ব্যাবস্থা করেছে বন দপ্তর।তবে টিয়া পাখি ছাড়াও অন্যান্য পাখিও যাতে পাচার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখছে তারা।