এই তিন ‘বঙ্গ সন্তান’ তথ্যভাণ্ডার গড়ে তুলল COVID রোগীদের সাহায্যার্থে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মারণ ভাইরাস করোনা উদ্বেগ তৈরি করেছে প্রায় দেশজুড়েই। এমনকি সরকারও হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে । বেসামাল পরিস্থিতি। আতঙ্ক কাটছে না এমনকি আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে কারফিউ থেকে লকডাউনের শরণাপন্ন হয়েছে দেশের একাধিক রাজ্যও। খানিকটা বেগতিক এরাজ্যের অবস্থাও। এহেন সংকটজনক পরিস্থিতির বিরুদ্ধে প্রশাসনের সাথে ময়দানে নেমে কাজ করছেন সেলিব্রেটি সহ আমজনতারও। সাধারণ মানুষের মধ্যে সেই তালিকায় অনেকটাই এগিয়ে যুবসমাজও। বাকিদের মতো তাঁরাও সাধ্যমত মানুষের সাহায্য করে চলেছে দিনরাত এক করে।

এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে তিন ‘বঙ্গ সন্তান’। মানুষের সাহায্যের জন্য যারা রাস্তায় নামতে পারেনি ঠিকই, তবে বাড়িতে বসেই যারা গড়ে তুলেছে করোনা রোগীদের চিকিত্‍সা সম্পর্কিত বিপুল তথ্যভাণ্ডার, যা দিয়ে তাঁরা নিয়মিত মানুষকেসাহায্য করছেন। সেই তিন ‘বঙ্গ সন্তান’ হল সুভিনব বসাক, শৌনক ঘোষ এবং দেবদত্তা নন্দী। তাঁরা চিকিত্‍সা সম্পর্কিত একাধিক তথ্য দিয়ে থাকে সামাজিক মাধ্যমে। তবে তাঁরা এটা উপলব্ধি করে যে, যদি সব তথ্য একত্র করে রাখা হয়, তাহলে বিশেষ সুবিধা হবে তা থেকে মানুষকে সাহায্য (Corona Help) করতে। সেইমত তাঁরা একত্র করে ফেলে সবরকম তথ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *