ফের রেকর্ড সংক্রমণ রাজ্যে, কমছে এমনকি সুস্থতার হারও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কোরোনা সংক্রমণে ফের নতুন রেকর্ড গড়ল এ রাজ্যে। রাজ্যে নতুন করে ৩ হাজার ৭৭১ জন কোরোনায় আক্রান্ত হয়েছে ইতিমধ্যেই৷ এর ফলে এখনও পর্যন্ত এ রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ লাখ ১৩ হাজার ১৮৮ জন৷ এদিকে ফের মৃত্যু হয়েছে এমনকি ৬১ জনেরও৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৯৩১জন৷ বর্তমানে রাজ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৫০০ জন চিকিৎসাধীন রয়েছে৷ ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ হাজার ১৯৪ জন৷ সব মিলিয়ে এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছে মোট ২ লাখ ৭৪ হাজার ৭৫৭ জন।

সামনেই পুজো। চলছে শেষ বেলার কেনাকাটি। কয়েকদিন আগেই শপিং মলগুলিতে উপচে পড়া ভিড়ের ছবি সামনে এসেছিল কোরোনার ভীতিকে উপেক্ষা করে। রোজই বাজারে ধরা পড়েছে প্রায় একই ধরনের ভিড়ের ছবি। আর তার সঙ্গে কোরোনার সংক্রমণও বাড়ছে এমনকি পাল্লা দিয়ে। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৮৭ .৭৩ শতাংশ। ১৫ অক্টোবর পর্যন্ত রাজ্যে পরীক্ষা করা হয়েছিল ৩৮ লাখ ৬১ হাজার ৯৫ টি নমুনা। তারপরে নতুনকরে আরও ৪৩ হাজার ২২৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৩৯ লাখ ৪ হাজার ৩২২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.০২ শতাংশ। রাজ্যে এই মুহূর্তে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা ৯২টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *