এই লেকে দেখা মিলবে পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলের
বেস্ট কলকাতা নিউজ : ভাবুন তো? কোথায় মিলবে পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলের দেখা ? শুধুই কি নামেই স্বচ্ছ? না। সাথে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও থাকবে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ জলের! হ্যাঁ, যদি এমন কিছুর খোঁজ করেন তাহলে বলছি-ব্লু লেক। এটি অবস্থিত নিউজিল্যান্ডের নেলসন লেক ন্যাশনাল পার্কে। স্থানীয়ভাবে এটি পরিচিত রোটোমেরুফোনিয়া নামেও। আর এই লেকে-ই দেখা মিলবে বিশ্বের সবচেয়ে স্বচ্ছ জলের ! শুধু মাত্র তবে পরিচিতই না, রয়েছে এমনকি আনুষ্ঠানিক স্বীকৃতিও! যদিও কারোর লেকটিতে প্রবেশের অনুমতি নেই বা অনুমতি দেওয়া হয় না, তবে ২০১৩ সালে কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে ব্লু লেকে প্রবেশ করেন ড্যানিশ ফটো জার্নালিস্ট ও পরিবেশবিদ ক্লাউস থাইম্যান। আর লেকটির অপূর্ব দৃষ্টিনন্দন স্বচ্ছ জলধারা ধরা পড়ে তার ক্যামেরাতেই।
জানা যায়, পার্শ্ববর্তী হিমবাহ লেক কন্সট্যান্স থেকে বসন্তকালে এই লেকে জল প্রবেশ করে। আর ঐ জল প্রবেশ করে বহুকাল আগে ভূমিধসে সৃষ্ট এক প্রাকৃতিক বাঁধ চুইয়ে। জলের ফিল্টার হিসেবে কাজ করে গাছপালা আর অন্যান্য প্রাকৃতিক সামগ্রীতে তৈরি হওয়া বাঁধটিও। ফলে হিমবাহ গলে যে জল লেকটিতে প্রবেশ করে তা একেবারে চুয়ানো জল। ঐ লেকের জল পরীক্ষায় এটাই প্রমাণিত হয়েছে পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলের প্রাকৃতিক সর্বগুণধার হল এই লেকটি! আরেকটি অন্যতম কারণ খুঁজে পাওয়া যায় লেকটির জল স্বচ্ছ থাকার পেছনে, তা হল এ লেকের জল অতি পবিত্র হিসেবে বিবেচিত স্থানীয় মাওরি জনগোষ্ঠীর কাছে।