একটানা বৃষ্টির কারণে ফের ধস নামলো ১০ নম্বর জাতীয় সড়কে, বন্ধ হল যান চলাচল
শিলিগুড়ি : একটানা বৃষ্টির কারণে আবার বিপদে পড়লো শিলিগুড়ির ১০ নম্বর জাতীয় সড়ক। ধসের জেরে আটকে গেলো এমনকি রাস্তাও । যার জেরে এদিন একেবারেই বন্ধ হয়ে পড়ে যান চলাচল। এদিন সকালে ভয়াবহ অবস্থা এসে দাঁড়ায় শিলিগুড়ির ১০ নম্বর জাতীয় সড়কে। সিকিম থেকে শিলিগুড়ি আসার সবচেয়ে নিরাপদ রাস্তা হলো এই দশ নম্বর জাতীয় সড়ক। সেই রাস্তা গত সপ্তাহ হেও একবার বন্ধ হয়ে গিয়েছিল। পরে সেনাবাহিনী এবং স্থানীয় মানুষের অক্লান্ত পরিশ্রমে রাস্তার অবস্থা স্বাভাবিক করা হয়। কিন্তু ফের আবার রাস্তা খারাপ হয়ে যাওয়ায় এদিন আটকে পড়ে যায় যান চলাচল। বিপর্যস্ত হয়ে পড়ে সিকিম থেকে শিলিগুড়ির সমস্ত পরিষেবা। হঠাৎ করে ধস নামায় বিপদে পড়ে আটকে পড়ে যান অনেক সিকিমগামী পর্যটক। ঠিক মত না আসার কারণে আজকে পরে বহু পণ্য বোঝাই গাড়ি। সবচাইতে বিপদে পড়ে যান যারা শিলিগুড়ি এসে ট্রেন ধরবেন। আপাতত দুই থেকে তিন দিন বন্ধ থাকতে চলেছে ১০ নম্বর জাতীয় সড়ক। সেনাবাহিনী উদ্ধার কাজ যে নেমে পড়েছে ঠিকই, তবে সময় লাগবে জানান তারা।
