‘একদিন নিশ্চয় আমরা উপরে গিয়ে একসঙ্গে ফুটবল খেলব’, পেলের শোকবার্তা মারাদোনার মৃত্যুতে
বেস্ট কলকাতা নিউজ : পেলে না মারাদোনা? আপামর ফুটবল অনুরাগীদের মধ্যে চিরন্তন দ্বিমত বিশ্ব ফুটবলের দুই মহারথীর মধ্যে শ্রেষ্ঠত্ব নিয়ে। এই নিয়ে তর্ক চলবে আগামীতেও, কিন্তু বুধবার ফুটবল বিশ্ব হারাল দুই লিভিং লেজেন্ডের একজনকে। দিয়েগো আর্মান্দো মারাদোনা অনুরাগীদের কাঁদিয়ে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেলেন মাত্র ৬০ বছর বয়সেই। এখনও অনেকেই বিশ্বাস করতে পারছেন না মৃত্যুর পর কয়েকঘন্টা কেটে গেলেও। সমগ্র ক্রীড়াবিশ্ব মূহ্যমান দিয়েগোর মৃত্যুশোকে।
মূলত শ্রেষ্ঠত্ব নিয়ে দুই ফুটবল তারকার অনুরাগীদের মধ্যে দ্বিমত থাকলেও এক অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন পেলে-মারাদোনা।ব্রাজিল কিংবদন্তি পেলে অন্তরঙ্গ এক বন্ধুকে হারালেন বুধবার বিশ্ব ফুটবলের আকাশ থেকে এক জ্যোতিষ্ক খসে পড়ার সঙ্গে সঙ্গে। তিনিও একরকম শোকাহত মারাদোনার মৃত্যুর খবরে। ফুটবলের রাজপুত্রের মৃত্যুর খবর পেয়ে ফুটবল সম্রাট এক শোকবার্তায় এও লিখেছেন, ‘অত্যন্ত বেদনার এমনভাবে বন্ধুকে হারানো ।’ তবে পেলে জানিয়েছেন, ‘উপরে গিয়ে একদিন আমরা নিশ্চয় একসঙ্গে ফুটবল খেলব।’