এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল কোয়ার্টারের ছাদে , গভীর ধোঁয়াশা এমনকি মৃত্যুর কারণ ঘিরেও
বেস্ট কলকাতা নিউজ : এক পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল খোদ পুলিশ কোয়ার্টারের ছাদ থেকে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার লিচুবাগানে পুলিশ কোয়ার্টারে। মঙ্গলবার সকালে সুদীপ্ত রায় (৩২) নামে ওই পুলিশ কর্মীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় কোয়ার্টারের একতলার ছাদের ধারে থাকা একটি গাছ থেকে। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় সুদীপ্তর দেহ উদ্ধার করে হাওড়া থানা ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের আরও অনুমান, ওই পুলিশ কর্মী আত্মহত্যা করেছেন চরম মানসিক অবসাদ থেকেই। এদিকে পুলিশ সূত্রে খবর, সুদীপ্তর পোস্টিং ছিল পুরুলিয়ায়। বছর খানেক আগে বদলি হয়ে আসেন হাওড়ায়।
পুলিশ সূত্রেই জানা গিয়েছে লিচুবাগানের ওই কোয়ার্টারে অন্য সহকর্মীদের সঙ্গে থাকতেন তিনি। সুদীপ্তর বাড়ি নদিয়া জেলায়। পুলিশ জানায়, সোমবার রাত পর্যন্ত তিনি বন্ধুদের সঙ্গে গল্প করেছিলেন। এরপর তাঁকে আর দেখতে পাওয়া যায়নি সকাল থেকে । সহকর্মীরা তাঁর খোঁজ শুরু করেন। দেখা যায়, পুলিশ আবাসনের ছাদের পাশে একটি গাছের ডাল থেকে গলায় নাইলনের দড়ির ফাঁস দিয়ে ঝুলছেন তিনি। তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত ওই পুলিশ কর্মীর বাড়িতে খবর পাঠানো হয়।সম্পূর্ণ ঘটনার তদন্তে নামে হাওড়া থানার পুলিশ। মৃতদেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই ব্যক্তি আত্মঘাতীই হয়েছেন। তিনি কী কারণে মানসিক অবসাদে ভুগছিলেন, সেটা তাঁর পারিবারিক কারণ নাকি কর্মসূত্রে কোনও সমস্যা হচ্ছিল, চরম ধোঁয়াশা রয়েছে তা নিয়ে। পুলিশ এমনকি কথাও বলে পরিবারের সদস্যদের সঙ্গেও ।