এক বিরাট প্রতারণা মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিক সেজে! গ্রেফতার হল নিউটাউনের ১ বাসিন্দা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিধায়ক-সাংসদ বা মন্ত্রী নয়৷ একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে প্রতারণা করার অভিযোগ উঠল৷ এই ঘটনায় বছর ঊনপঞ্চাশের এক ব্যক্তিকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ৷ ধৃতের নাম সৌরভ চট্টোপাধ্যায়৷ তাঁকে এর আগেও একবার গ্রেফতার করা হয়েছিল বলে জানা গিয়েছে৷ কলকাতা পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, সৌরভ নিউটাউনের টেকনো সিটি থানা এলাকার ডিএলএফ নিউটাউন হাইটসের বাসিন্দা৷ সেখানকার একটি টাওয়ারের ২৪ তলার একটি ফ্ল্যাটে তিনি থাকেন৷ ওই ফ্ল্যাট থেকেই সৌরভকে রাত ৯ টা টো মিনিট নাগাদ গ্রেফতার করা হয়৷

পুলিশের ওই সূত্র থেকে আরও জানা গিয়েছে যে সৌরভ বিভিন্ন জায়গায় নিজেকে মুখ্যমন্ত্রীর দফতরের সিনিয়র আধিকারিক হিসেবে পরিচয় দিতেন৷ রাজ্য সরকারের লোগো ও প্রতীক তিনি ব্যবহার করতেন৷ তার পর কথার জালে মানুষকে ফাঁসাতেন৷ সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলতেন৷ যাঁদের সরকারি সুযোগ-সুবিধার প্রয়োজন রয়েছে, তাঁরা সৌরভের পাতা ফাঁদে পা-দিতেন৷

এদিকে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাউকে ফাঁদে ফেলতে পারলেই সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার বদলে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন৷ অনেকে সেই টাকা দিয়ে দিতেন৷ কিন্তু তাঁর সঙ্গে তো আর মুখ্যমন্ত্রীর দফতরের কোনও যোগাযোগ নেই৷ ফলে টাকা নিলেও চাহিদা মতো কাজ তিনি করে দিতে পারতেন না৷ ফলে যাঁরা টাকা দিতেন, তাঁরা তাগাদাও দিতেন প্রায়ই৷ তখন বিভিন্ন হুমকি দিতেন তিনি৷ টাকা ফেরত তো দিতেনই না৷ এভাবে চলতে চলতে কলকাতা পুলিশের কাছে অভিযোগ আসতে শুরু করে৷ তদন্ত শুরু করে কলকাতা পুলিশের সাইবার থানা৷ তার পর সৌরভের বিরুদ্ধে নানা প্রমাণ জোগাড় হয়৷ তার মধ্য়ে জালিয়াতি করা৷ হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ও রয়েছে৷ এর পরই নিউটাউনে সৌরভের ফ্ল্যাটে হানা দেয় কলকাতা পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *